পিচ নিয়ে চিন্তিত উইলিয়ামসনরা ফাইল চিত্র।
টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অবশ্য প্রথমে ব্যাট করে বড় রান করেছে ইংল্যান্ড। তাই রান তাড়া করতে নামার আগে কিছুটা চিন্তিত নিউজিল্যান্ড শিবির।
ম্যাচের মাঝে নিউজিল্যান্ডের ব্যাটার গ্লেন ফিলিপ্স বলেন, ‘‘পিচ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বোলাররা। কিছু বল থেমে আসছে। কিছু বল বসছে। সেটা দেখে খেলতে হবে আমাদের।’’
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মইন আলি। দাউইদ মালান করেন ৪১। কিউয়ি বোলারদের মধ্যে টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও জেমস নিশাম ১টি করে উইকেট নেন।