বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।
বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ অক্টোবর খেলতে পারবেন না নিউ জ়িল্যান্ডের অধিনায়ক। যদিও প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শুক্রবার ব্যাট করতে পারেন তিনি। সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যাটিং, ফিল্ডিং দু’টিই করার চেষ্টা করবেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি। হাঁটুতে চোট রয়েছে তাঁর।
কিউই কোচ গ্যারি স্টিড বলেন, “উইলিয়ামসনকে বিশ্বকাপে খেলানোর জন্যই আমরা এত দিন ওকে বিশ্রাম দিয়েছি। সময় নিয়েই মাঠে ফিরুক ও। দ্রুত সুস্থ হয়ে উঠছে উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেট খেলার ধকল নেওয়ার মতো জায়গায় ও আছে কি না সেটা দেখতে হবে। প্রতি দিন নজর রাখা হচ্ছে সেই দিকে। ওর রিহ্যাব চলছে এখনও। কোনও রকম চাপ তৈরি করতে চাই না আমরা উইলিয়ামসনের উপর।”
ছ’মাস পর ক্রিকেটে ফিরছেন উইলিয়ামসন। আইপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান তিনি। অস্ত্রোপচারও করতে হয়। বিশ্বকাপে খেলতে আসার আগে উইলিয়ামসন বলেন, “ফিল্ডিং করছি, দৌড়াতে পারছি। ব্যাটিংও করছি। আসতে আসতে চাপ বাড়াচ্ছি। গত কয়েক সপ্তাহ ধরে সুস্থ বোধ করছি। তবে ম্যাচে ফিরতে একটু সময় লাগবে।”
উইলিয়ামসন না খেললে বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। আমদাবাদে হবে সেই ম্যাচ। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড বনাম ফাইনালিস্ট নিউ জ়িল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়েই শুরু হবে এ বারের বিশ্বকাপ। প্রস্তুতি ম্যাচেও লাথামই দলকে নেতৃত্ব দেবেন। ৫ অক্টোবরের পর কিউইদের পরের ম্যাচ ৯ অক্টোবর।