মার্টিন গাপটিলের ব্যাট রক্ষাকর্তা হয়ে দেখা দিল ছবি: টুইটার থেকে।
শুরুতে আশা জাগিয়েও ম্যাচ হারল স্কটল্যান্ড। অন্য দিকে পাকিস্তানের কাছে হারের পরে পর পর দু’ম্যাচ জিতল নিউজিল্যান্ড। দলের সব থেকে অভিজ্ঞ ব্যাটার মার্টিন গাপটিলের ব্যাট রক্ষাকর্তা হয়ে দেখা দিল। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারের আরও কিছুটা কাছে পৌঁছে গেলেন কেন উইলিয়ামসনরা।
প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের বোলিংয়ের সামনে ছন্নছাড়া দেখাল নিউজিল্যান্ডের টপ অর্ডারকে। গাপটিল ছাড়া আর কোনও বোলার রান পেলেন না। অধিনায়ক উইলিয়ামসন শূন্য রানে আউট হন। তিন উইকেট পড়ার পরে গাপটিলের সঙ্গে জুটি বাঁধেন গ্লেন ফিলিপস। দু’জনে মিলে শতরানের পার্টনারশিপ গড়েন। ফিলিপস ৩৩ রান করে আউট হলেও গাপটিল শেষ পর্যন্ত ব্যাট করেন। যদিও অল্পের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। ৯৩ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ করে নিউজল্যান্ড।
রান তাড়া করতে নেমে শুরুটা খুব খারাপ হয়নি স্কটল্যান্ডের। অধিনায়ক কোয়েটজার ১৭ করে আউট হন। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলছিলেন স্কটিশ ব্যাটাররা। কিন্তু কেউ বড় রান করতে পারেননি। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। মুনসে ২২ ও ক্রস ২৭ করে আউট হন। যত খেলা গড়াচ্ছিল জরুরি রানরেট বাড়ছিল। চাপের মধ্যে বড় শট খেলতে গিয়ে আউট হচ্ছিলেন ব্যাটাররা। শেষ দিকে মাইকেল লিস্ক ২০ বলে ৪২ করলেও তা কাজে লাগেনি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান তুলতে পারে স্কটল্যান্ড। ১৬ রানে ম্যাচ হারে তারা। নিউজিল্যান্ডের এই জয়ের ফলে সুবিধা হল না ভারতের। সেই তিমিরেই পড়ে থাকলেন কোহলীরা।