কোহলীদের কী পরামর্শ দিলেন গম্ভীর ফাইল চিত্র।
টি২০ বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের জন্য আইপিএল-কে দায়ী করা উচিত নয় বলে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তাঁর মতে অন্য দলের তুলনায় খারাপ খেলার জন্য হারতে হয়েছে কোহলীদের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পরে সাংবাদিক বৈঠকে পরোক্ষে আইপিএল-কে দায়ী করেছিলেন ভারতের জোরে বোলার যশপ্রীত বুমরা। তিনি জানান, ক্রিকেটাররা টানা খেলে ক্লান্ত হয়ে পড়েছেন। সেই প্রসঙ্গ টেনে গম্ভীর বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটে কিছু খারাপ হলে সবাই আইপিএল-কে দোষ দেয়। এটা ঠিক নয়। আমাদের মানতে হবে যে, দু-তিনটি দল আমাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে। যত তাড়াতাড়ি এটা মেনে নেওয়া যায় তত দলের পক্ষে ভাল।’’
বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলকে সতর্ক করেছেন গম্ভীর। তিনি বলেন, ‘‘আফগানিস্তান কিন্তু সহজ দল নয়। বাংলাদেশ, শ্রীলঙ্কার থেকে ওদের বোলিং আক্রমণ শক্তিশালী।’’
এই পরিস্থিতিতে রানরেটের দিকে না তাকিয়ে কোহলীদের আগে ম্যাচ জেতার দিকে মন দেওয়া উচিত বলে মনে করেন এই বাঁ-হাতি ব্যাটার। গম্ভীর বলেন, ‘‘যখন ব্যাটারদের ব্যাটে রান আসে না তখন তাদের উচিত দলে নিজেদের জায়গা পাকা করার জন্য খেলা। বাকি ম্যাচে বড় রান করে জেতার দিকে মন দেওয়া উচিত কোহলীদের। তার পরে রানরেট নিয়ে চিন্তা করা যাবে। ম্যাচ নিজেদের দখলে নিয়ে তার পর পরিস্থিতি অনুযায়ী খেলা উচিত।’’