এক দিনের বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।
এক দিনের ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে তুলেছেন দেশকে। আর তারপরেই ন্যাড়া হয় গেলেন এক ক্রিকেটার। তিনি নেদারল্যান্ডসের অলরাউন্ডার তেজা নিদামানুরু। সতীর্থদের কথা দিয়েছিলেন, দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেই তিনি মাথার চুল কামিয়ে ফেলবেন। নেদারল্যান্ডস বৃহস্পতিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতেই তাই ন্যাড়া হয়ে গেলেন তেজা।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রতিযোগিতা শুরুর দু’দিন আগে তেজা সতীর্থদের কথা দিয়েছিলেন, যোগ্যতা অর্জন করতে পারলে মাথার চুল কামিয়ে ফেলবেন। সেই কথা রেখেছেন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় জন্ম নেওয়া ক্রিকেটার। আগামী অক্টোবরে এক দিনের বিশ্বকাপ খেলতে নিজের জন্মভূমিতে আসবেন ২৮ বছরের ক্রিকেটার।
গত দু’টি এক দিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। তাই এ বার নিজেদের প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা। সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে নেট রান রেটের হিসাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার পর নিজের কথা রাখতে ভোলেননি তেজা। সতীর্থ আরিয়ান দত্তকে অনুরোধ করেন তাঁকে ন্যাড়া করে দেওয়ার জন্য। ভারতীয় বংশোদ্ভূত আরিয়ান তাঁর মাথা কামিয়ে দেন। নেদারল্যান্ডস ক্রিকেট টিম বাসে তেজার কথা দেওয়ার মুহূর্ত এবং ন্যাড়া হওয়ার সময়ের ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে।
তেজার ক্রিকেট শুরু নিউ জ়িল্যান্ডে। ছোট বয়সে পরিবারের সঙ্গে অকল্যান্ডে চলে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর ক্রিকেট খেলা শুরু। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকও অকল্যান্ডের হয়ে। ২০১৭ সালে তিনি নেদারল্যান্ডসে চলে আসেন। ২০২২ সালে সুযোগ পান সে দেশের জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তেজার। আন্তর্জাতিক ক্রিকেটে দু’টি শতরান রয়েছে তাঁর। নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এক বছরে। ব্যাটিংয়ের পাশাপাশি করতে পারেন অফ স্পিন। যদিও নিয়মিত বল করেন না।