TNPL

TNPL: আউট হয়ে আম্পায়ারের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি, বিতর্কে ক্রিকেটার, আবার আলোচনায় ‘মানকাডিং’

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (টিএনপিএল) শুরুর দিনেই তুমুল বিতর্ক। আম্পায়ারের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করা নারায়ণ জগদীশন নির্বাসিত হতে পারেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৫:১১
Share:

বিতর্কে চেন্নাইয়ের ক্রিকেটার প্রতীকী ছবি

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (টিএনপিএল) শুরুর দিনেই তুমুল বিতর্ক। আউট হওয়ার পরে আম্পায়ারের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কে নারায়ণ জগদীশন। এক বার নয়, তিন-তিন বার অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন তিনি। গোটাটাই ধরা পড়েছে ক্যামেরায়। রাজ্য ক্রিকেট সংস্থা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

Advertisement

প্রথম ম্যাচে চিপক সুপার গিলিস মুখোমুখি হয়েছিল নেল্লাই রয়্যাল কিংসের। রান তাড়া করতে নেমে গিলিসের হয়ে ভালই খেলছিলেন জগদীশন। চতুর্থ ওভারে বল করছিলেন বাবা অপরাজিত। নন-স্ট্রাইকার হিসাবে ছিলেন জগদীশন। অপরাজিত চতুর্থ বল করতে আসার সময় তিনি ক্রিজ ছেড়ে কিছুটা এগিয়ে যান। অপরাজিত সেটা দেখে বেল নড়িয়ে দেন। আউট দেওয়া ছাড়া আম্পায়ারের কোনও উপায় ছিল না।

এ ধরনের আউট ক্রিকেটবিশ্বে ‘মানকাডিং’ নামে পরিচিত। এ বছরের শুরুতেই ‘মানকাডিং’কে বৈধ ঘোষণা করেছে আইসিসি। যদিও খেলার মানরক্ষার স্বার্থে অনেকে এ ধরনের আউট করা থেকে বিরত থাকেন। তবে আইনত আউট করায় কোনও ভুল নেই। যদিও নিজের রাজ্য দলের সতীর্থের উপর জগদীশন মোটেই খুশি হননি। আঙুল দিয়ে অশ্লীল ইঙ্গিত করেন আম্পায়ারের দিকে। রাজ্য সংস্থা বিষয়টি মোটেই হালকা ভাবে নেয়নি। তাঁকে শাস্তি দেওয়া হতে পারে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement