Virat Kohli

Virat Kohli: কোহলীকে দেখার চক্করে স্কুলেই যেতে পারল না খুদে সমর্থক

প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলী। বিলেতেও সমর্থকদের তাঁকে নিয়ে উন্মাদনা অব্যাহত। প্রথম দিনই এক খুদে সমর্থকের পোস্টার দেখা গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১২:৩০
Share:

কোহলীকে নিয়ে মাতোয়ারা খুদে সমর্থক ফাইল ছবি

ব্যাটে রান না থাকলে কী হবে, বিরাট কোহলীর প্রতি সমর্থকদের ভালবাসা যে কমেনি, সেটা দেশ ছাড়িয়ে এ বার বোঝা গেল বিলেতেও। কোহলীর খেলা দেখবে বলে স্কুলেই গেল না এক খুদে সমর্থক। পোস্টারে সে কথা লিখে এনেছিল সে। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার থেকে ভারত বনাম লেস্টারশায়ারের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিন ব্যাট করতে নেমেছিলেন কোহলী। তখনই দেখা যায় ওই সমর্থকের পোস্টার। সেখানে সে লিখেছে, ‘বিরাট স্যর, আপনিই সবার সেরা। আপনাকে দেখার জন্য আজ স্কুলে যাইনি।’ অন্য এক সমর্থক সেই ছবি তুলে নেটমাধ্যমে দিয়ে দেন। সেটি ভাইরাল হয়েছে।

ব্যাটে রান না থাকলে কী হবে, বিরাট কোহলীর প্রতি সমর্থকদের ভালবাসা যে কমেনি, সেটা দেশ ছাড়িয়ে এ বার বোঝা গেল বিলেতেও। কোহলীর খেলা দেখবে বলে স্কুলেই গেল না এক খুদে সমর্থক। পোস্টারে সে কথা লিখে এনেছিল সে। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার থেকে ভারত বনাম লেস্টারশায়ারের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিন ব্যাট করতে নেমেছিলেন কোহলী। তখনই দেখা যায় ওই সমর্থকের পোস্টার। সেখানে সে লিখেছে, ‘বিরাট স্যর, আপনিই সবার সেরা। আপনাকে দেখার জন্য আজ স্কুলে যাইনি।’ অন্য এক সমর্থক সেই ছবি তুলে নেটমাধ্যমে দিয়ে দেন। সেটি ভাইরাল হয়েছে।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বেশ ভাল ছন্দে দেখিয়েছে কোহলীকে। হয়তো বড় রান তিনি পাননি। তবে বেশ কিছু দর্শনীয় শট খেলেছেন। ৬৯ বলে ৩৩ রান করে তিনি আউট হন। প্রথমে দেখে মনে হচ্ছিল তাঁর ব্যাট থেকে বড় রান আসতে চলেছে। তরুণ জোরে বোলার রোমান ওয়াকারের বলে এলবিডব্লিউ হন। শ্রীকর ভরত ছাড়া ভারতের আর কোনও ব্যাটার বড় রান করতে পারেননি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement