নাজমুল হোসেন শান্ত। — ফাইল চিত্র।
ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। তা-ই হল। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ বোর্ডের এক কর্তা এ কথা স্বীকার করে নিয়েছেন। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার লিটন দাস।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের পরেই জানা গিয়েছিল, নাজমুল আর জাতীয় দলকে নেতৃত্ব দিতে রাজি নন। তিনি সব ফরম্যাটেই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন। তবে বোর্ড সভাপতি ফারুখ আহমেদ তাতে রাজি হননি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যেতে চেয়েছিলেন। অবশেষে তা হল।
বোর্ডের এক কর্তা বলেছেন, “শান্ত অবশেষে আমাদের জানিয়েছে যে টি-টোয়েন্টিতে আর দলকে নেতৃত্ব দিতে চায় না। আমরা তা মেনে নিয়েছি। এই মুহূর্তে টি-টোয়েন্টি নেই। হাতে সময় রয়েছে। এখনই নতুন অধিনায়কের নাম ঘোষণা করব না আমরা। যদি চোট না থাকে তা হলে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে নাজমুলই অধিনায়ক থাকবে। সে ব্যাপারে আলোচনাও হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বাংলাদেশকে ৩-০ সিরিজ় জেতানোর পর লিটন জানিয়েছিলেন, তিনি পূর্ণ সময়ের অধিনায়ক হতে তৈরি। তাঁর হাতেই দায়িত্ব দেওয়া হতে চলেছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক থাকবেন নাজমুলই।