কারফিউয়ে ছাড়। ফাইল ছবি
রবিবার কলকাতার ইডেন গার্ডেনে ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় এবং শেষ টি২০ ম্যাচ। সেই ম্যাচের কথা মাথায় রেখেই কলকাতায় রাতের কারফিউ দু’ঘণ্টার জন্য শিথিল করার কথা ঘোষণা করল নবান্ন। শনিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণের কারণে এখনও রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাতের কারফিউ বহাল রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। এই রাতের কারফিউ কলকাতা পুলিশ খুব কঠিন ভাবেই পালন করে। তাই বিশেষ আইনের ব্যবহার করে দু’ঘণ্টার ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার।
রবিবার রাত ১১টা থেকে একটা পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে। নবান্নের এক কর্তা জানিয়েছেন, রবিবার রাতে যখন খেলা শেষ হবে, তখন রাত ১১টা বেজে যাবে। আর নাইট কারফিউ জারি থাকলে খেলা দেখে বাড়ি ফিরতে পারবেন না খেলা দেখতে আসা মানুষজন। ক্রীড়াপ্রেমী মানুষজন যাতে সহজেই বাড়ি ফিরতে পারেন, সে কথা মাথায় রেখেই দু’ঘণ্টার ছাড় দেওয়া হয়েছে। ওই সময়ে যানবাহন চলাচলেও ছাড় থাকবে বলে জানানো হয়েছে।