Mustafizur Rahman

Shakib Al Hasan: মুস্তাফিজুরকে নিয়ে ধন্দে বাংলাদেশের ক্রিকেট, শাকিবের ডাকেও টেস্ট খেলতে অনিচ্ছুক বাঁহাতি জোরে বোলার

ক্রিকেটারদের স্বাধীনতায় বিশ্বাস করেন শাকিব। জোর করে কাউকে খেলাতে চান না। মুস্তাফিজুর গুরুত্বপূর্ণ মেনে নিয়েও শাকিব বাড়তি উৎসাহ দিতে নারাজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১২:৪৪
Share:

শাকিব আল হাসান। ফাইল ছবি।

অনিচ্ছুক কাউকে নিয়ে খেলতে চান না শাকিব আল হাসান। ক্রিকেটারদের স্বাধীনতায় বিশ্বাস করেন বাংলাদেশের অধিনায়ক। তাই মুস্তাফিজুর রহমানকেও টেস্ট খেলতে বাধ্য করতে চান না তিনি।

Advertisement

মুস্তাফিজুর টেস্ট খেলতে আগ্রহী নন। অনেক আগেই জানিয়েছিলেন সে কথা। তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলার জন্য রাজি করেন নির্বাচকরা। সাফল্যের খোঁজে থাকা বাংলাদেশের নির্বাচকরা চাইছেন টেস্ট দল যতটা সম্ভব শক্তিশালী করতে। তাঁরা চান বাঁহাতি জোরে বোলার মুস্তাফিজুর এর পরেও টেস্ট খেলুন।

আন্তর্জাতিক ক্রিকেটজীবন দীর্ঘ করতে কিছু দিন টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মুস্তাফিজুর। অবসর না নিলেও ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আর পাঁচ দিনের ক্রিকেট খেলেননি। শাকিব বলেছেন, ‘‘মুস্তাফিজুর শুধু এক দিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলতেই পারে। ওর সিদ্ধান্তকে সম্মান করা উচিত। টেস্ট খেলতে চাইলেও ওকে আলাদা করে অনুপ্রাণিত করার কিছু নেই।’’

Advertisement

দীর্ঘ দিনের সতীর্থকে নিয়ে শাকিব আরও বলেছেন, ‘‘যে হেতু মুস্তাফিজুর দলে রয়েছে, দুটো টেস্ট ঠিক খেলবে। ওকে খেলার জন্য আলাদা উৎসাহ দিতে হবে না। ও আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচ দুটোকেই গুরুত্ব দিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দুটো খেলতে মুস্তাফিজুরও মুখিয়ে রয়েছে।’’

মুস্তাফিজুরকে কত দিন টেস্ট দলে পাবেন, তা নিয়ে নিশ্চিত নন শাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘‘জানি না, ওর মনে কী আছে। টেস্ট খেলবে কী খেলবে না। প্রত্যেক খেলোয়াড়ের ব্যক্তিগত পছন্দকে সম্মান করি। সকলেই নিজের স্বচ্ছন্দের পরিসরে থাকতে চায়। আমাদেরও উচিত সেটাকে সম্মান করা।’’

ওয়েস্ট ইন্ডিজ সফরে দু’টি টেস্ট ছাড়াও তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে টানা ব্যর্থতার পর নেতৃত্ব থেকে ইস্তফা দেন মোমিনুল হক। দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে শাকিবকে অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগেও দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শাকিবের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement