ICC World Cup 2023

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে স্টেডিয়াম ওড়ানোর হুমকি, নিশানায় মোদী

৫০০ কোটি টাকা দিতে হবে। না হলে উড়িয়ে দেওয়া হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নিশানায় প্রধানমন্ত্রীও। মুম্বই পুলিশ এই হুমকি মেলের কথা জানিয়েছে গুজরাত সরকারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৭:৩১
Share:

নরেন্দ্র মোদী স্টেডিয়াম। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি। ৫০০ কোটি টাকা না দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করা হবে। উড়িয়ে দেওয়া হবে আমদাবাদের স্টেডিয়াম। সূত্রের খবর, মুম্বই পুলিশকে ইমেল করে নাকি এমনই হুমকি দেওয়া হয়েছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে। ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, তা এখনও জানা যায়নি।

Advertisement

সূত্রের খবর, মুম্বই পুলিশ হুমকি মেলের কথা জানিয়েছে আমদাবাদ পুলিশকে। এর পরেই বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর গুজরাত প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি, রাজ্য পুলিশের ডিজি বিকাশ সহায়, আমদাবাদের পুলিশ কমিশনার এবং গান্ধীনগরের শীর্ষ পুলিশ আধিকারিকেরা। ১৪ অক্টোবরের ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতেই এই বৈঠক হয়েছে। বিশ্বকাপের ভারত-পকিস্তান ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশকে সম্ভাব্য সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী। যে কোনও ধরনের হামলা ঠেকানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। দু’দলের ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

কুখ্যাত গ্যাংস্টারের নাম করে এই হুমকিকে হালকা ভাবে নিচ্ছেন না অভিজ্ঞ পুলিশ কর্তারা। আমদাবাদের পুলিশ কমিশনার জিসি মালিক বলেছেন, ‘‘আমরা এই হুমকিকে হালকা ভাবে নিচ্ছি না। প্রয়োজনীয় সব রকম নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। যে কোনও ধরনের হামলা ঠেকাতে আমরা প্রস্তুত। ভারত-পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা দায়বদ্ধ।’’ তিনি আরও বলেছেন, ‘‘হামলার হুমকির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এক লাখের বেশি মানুষ খেলা দেখতে আসবেন। তাই সম্ভাব্য সব রকম নিরাপত্তা ব্যবস্থা করা হবে। আমরা জানি এই অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টা হতে পারে।’’

Advertisement

উল্লেখ্য, আমদাবাদে বিশ্বকাপের ম্যাচ নিয়ে আরও একটি হুমকি রয়েছে আগে থেকেই। নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিংহ পান্নুম গত মাসেই হুমকি দিয়েছিলেন, আমদাবাদে বিশ্বকাপের ম্যাচগুলি ভেস্তে দেওয়ার। পর পর হুমকি আসায় কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না গুজরাত সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement