সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
জাতীয় দলে নিজের জায়গা ছেড়েছেন সূর্যকুমার যাদব। ভারতের টি-টোয়েন্টি দলে এখন তিন নম্বরে নামেন তিলক বর্মা। সূর্য নিজে নীচে খেলেন। আইপিএলেও কি সেই ছবি দেখা যাবে? রবিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগে নিজেদের ব্যাটিং অর্ডার ভাঙলেন না মুম্বইয়ের অধিনায়ক সূর্যকুমার। তবে জানিয়ে দিলেন, ব্যাটিং অর্ডারে নীচে নামতে চাইছেন না তিনি।
হার্দিক প্রথম ম্যাচ নির্বাসিত থাকায় সূর্য মুম্বইয়ের অধিনায়কত্ব করবেন। সেই ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়, জাতীয় দলের মতো এখানেও কি তিলককে নিজের জায়গা ছেড়ে দেবেন? জবাবে সূর্য বলেন, “এই মরসুমে আমাদের ব্যাটিং অর্ডারে কারও নির্দিষ্ট জায়গা থাকবে না। আমি তিন নম্বরে নামতে পারি, আবার পাঁচ নম্বরেও ব্যাট করতে পারি। তিলকও তিন নম্বরে ব্যাট করতে পারে। যখন যাকে প্রয়োজন পড়বে তখন তাকে খেলানো হবে। তবে এ বার খুব বেশি নীচে নামতে চাইছি না। বড় রান করতে হবে। তার জন্য আমার ফর্মে থাকা প্রয়োজন।”
তবে তিনি যেখানেই খেলতে নামুন, খেলার ধরন একই রাখবেন বলে জানিয়েছেন সূর্য। মুম্বইয়ের অধিনায়ক বলেন, “টপ অর্ডারে প্রভাব ফেলা খুব গুরুত্বপূর্ণ। তিলক সেই কাজটা জাতীয় দলে খুব ভাল করেছে। আমিও আইপিএলে সেই কাজটা করতে চাই। আমার কাছে ব্যাটিং অর্ডার গুরুত্বপূর্ণ নয়। তিন, চার বা পাঁচ, যেখানেই নামি, নিজের স্বাভাবিক খেলা খেলব। প্রথম বল থেকে বড় শট মারার চেষ্টা করব। যা সুযোগ পাব সেটা কাজে লাগানোর চেষ্টা করব। আসল লক্ষ্য দলকে জেতানো। তার জন্য যেটা করা যায় করব।”
এখনও চোট পুরোপুরি সারেনি জসপ্রীত বুমরাহের। ফলে প্রথম তিনটি ম্যাচে তাঁকে পাবে না মুম্বই। বুমরাহ না থাকায় তাঁদের কিছুটা সমস্যা হবে বলে স্বীকার করে নিয়েছেন সূর্য। তবে যে বিকল্প তাঁদের কাছে আছে তা দিয়েই কাজ চালাতে চান মুম্বইয়ের অধিনায়ক। তিনি বলেন, “বুমরাহের জুতোয় পা গলানো মুশকিল। ওর অভাব পূরণ করতে পারব না। তবে বাকি যারা আছে তাদের দিয়েই কাজ চালাতে হবে। আশা করছি, বাকিরা বুমরাহের অভাব ভরাট করার জন্য নিজেদের ১০০ শতাংশের বেশি দেওয়ার চেষ্টা করবে।”
প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ বলা হয় চেন্নাই বনাম মুম্বইকে। গত কয়েক বছর ভাল খেলতে পারেনি মুম্বই। এ বার সেই ছবিটা বদলাতে চান সূর্য। তিনি বলেন, “জানি চেন্নাইকে হারানো সহজ নয়। ওরা কঠিন দল। তার উপর চেন্নাইয়ের মাঠে খেলা। তবে এ বার আমাদের দলও খুব ভাল। নতুন কিছু ভাল ক্রিকেটার এসেছে। আমরা চেষ্টা করব ভাল খেলার। এ বার জিতে শুরুটা করতে চাইছি। সেই লক্ষ্যেই রবিবার খেলতে নামব।”