New Zealand vs Pakistan

জামাই শাহিনকে দলে চান না আফ্রিদি! নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০তে কাকে পছন্দ?

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ১-৩ ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। সিরিজ় জয়ের আশা শেষ। পঞ্চম ম্যাচে তাই পাকিস্তানের প্রথম একাদশে শাহিন আফ্রিদিকে চান না শাহিদ আফ্রিদি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৮:১৯
Share:
Picture of Shaheen Afridi and Shahid Afridi

(বাঁ দিকে) শাহিন আফ্রিদি। শাহিদ আফ্রিদি (ডান দিকে)। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে পাকিস্তানের হার নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। বুধবার সিরিজ়ের পঞ্চম ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। এই ম্যাচে পাকিস্তানের প্রথম একাদশে জামাই শাহিন আফ্রিদিকে দেখতে চান না সে দেশের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। জুনিয়র ক্রিকেটারদের দেখে নেওয়া উচিত বলে মত তাঁর।

Advertisement

শাহিনের সঙ্গে শাদাব খানকেও খেলানোর বিরুদ্ধে আফ্রিদি। তিনি সমাজমাধ্যমে বলেছেন, ‘‘আমার মতে সিরিজ়ের শেষ ম্যাচে অন্য ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত। কারণ সিরিজ় জেতার আর সুযোগ নেই। শাহিন, শাদাবের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হোক। এতে সাজঘরে বসে থাকা ক্রিকেটারেরা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।’’

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারের সিরিজ়ে বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে পাকিস্তান। সলমন আঘাকে অধিনায়ক করে দল পাঠানো হয়েছে। প্রথম চারটি ম্যাচের তিনটিই হেরে গিয়েছে পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ বাদে নিউ জ়িল্যান্ড সফরেও পাকিস্তানের ক্রিকেটারেরা প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। তাই আফ্রিদির মত, পঞ্চম ম্যাচে সিনিয়র ক্রিকেটারদের খেলানোর অর্থ হয় না। এক দিনের সিরিজ়ের আগে শাহিন এবং শাদাবকে বিশ্রাম দেওয়া উচিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement