IPL 2025 Auction

আইপিএলে ধাক্কা মুম্বইয়ের, প্রথম ম্যাচেই খেলতে পারবেন না অধিনায়ক হার্দিক, কেন?

গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন হার্দিক। সেই সময় মন্থর ওভার রেটের কারণে জরিমানা দিতে হয়েছিল তাঁকে। সেই দোষেই নির্বাসিত হার্দিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৬:১৮
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

পরের বছর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে দেখা যাবে হার্দিক পাণ্ড্যকে। ইতিমধ্যেই দল এই কথা জানিয়ে দিয়েছে। কিন্তু প্রথম ম্যাচেই হার্দিক খেলতে পারবেন না। কারণ তিনি আইপিএলে এক ম্যাচ নির্বাসিত।

Advertisement

গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন হার্দিক। সেই সময় মন্থর ওভার রেটের কারণে জরিমানা দিতে হয়েছিল তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, প্রথম বার মন্থর ওভার রেট হলে অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা হয়। পরের বার একই ভুল করলে ২৪ লক্ষ টাকা জরিমানা হয়। সেই সঙ্গে জরিমানা হয় দলের বাকি খেলোয়াড়দেরও। তৃতীয় বার সঠিক সময়ে পুরো ২০ ওভার শেষ করতে না পারলে ৩০ লক্ষ টাকা জরিমানা হয় অধিনায়কের। সেই সঙ্গে একটি ম্যাচের জন্য নির্বাসিত করা হয় তাঁকে। গত মরসুমে তিনটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। শেষ বার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মন্থর ওভার রেট হয়েছিল তাদের। সেটাই ছিল লিগ পর্বে মুম্বইয়ের শেষ ম্যাচ। নক আউটে উঠতে পারেনি তারা। যে কারণে এ বারের আইপিএলের শুরুতে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হবে হার্দিককে। তাই প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।

নিলামের আগে পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বই। হার্দিক ছাড়াও সেই তালিকায় রয়েছেন যশপ্রীত বুমরা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পাবেন বুমরা। তাঁকে ১৮ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। অধিনায়ক হার্দিক পাবেন ১৬.৩৫ কোটি, সূর্যকুমার পাবেন ১৬.৩৫ কোটি, রোহিত পাবেন ১৬.৩০ কোটি এবং তিলক পাবেন ৮ কোটি টাকা।

Advertisement

২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম। সেখানেই সব দল নিজেদের পছন্দের ক্রিকেটার কিনে নেবে। মুম্বইয়ের কাছে সুযোগ থাকবে এক জন ক্রিকেটারকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে ফিরিয়ে নেওয়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement