MS Dhoni

India vs England: দ্রাবিড়ের দলে একঝাঁক উইকেটরক্ষক, পরামর্শ দিতে হঠাৎ হাজির ধোনি

শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর ভারতীয় দলের সাজঘরে হাজির হন মহেন্দ্র সিংহ ধোনি। দলের তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেন প্রাক্তন অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১১:১৩
Share:

ঈশানকে পরামর্শ দিচ্ছেন ধোনি। ছবি: বিসিসিআই

ভারতীয় দলের সাজঘরে আবার মহেন্দ্র সিংহ ধোনি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মারা ইংল্যান্ডকে হারানোর পর ক্রিকেটারদের অভিনন্দন জানাতে যান ধোনি। তরুণদের দিলেন পরামর্শও।

Advertisement

পরিবার নিয়ে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন ধোনি। সেখানেই জন্মদিন পালন করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রয়েছেনও মেজাজে। দিন দুয়েক আগে তাঁকে দেখা গিয়েছিল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টের গ্যালারিতে। এ বার দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের সাজঘরে। ক্রিকেটারদের সঙ্গে ধোনির কথা বলার ছবি নেটমাধ্যমে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই লিখেছে, ‘মহান ধোনি যখন কিছু বলে, তখন সব কান খাড়া থাকে।’

বর্তমানে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন একঝাঁক উইকেটরক্ষক-ব্যাটার। ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসনরা। এজবাস্টনে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটালেন প্রাক্তন অধিনায়ক। ঈশানকে কাছে ডেকে নেন। দেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। কোথায় ভুল হচ্ছে বা কোথায় উন্নতি দরকার, সে সব বলে দিলেন। ঈশানও ধোনির মতো ঝাড়খণ্ডের ক্রিকেটার। কথা বলেন ভারতীয় দলের এবং দলের সঙ্গে থাকা অন্য তরুণ ক্রিকেটারদের সঙ্গেও। সাজঘরে হঠাৎ ধোনিকে পেয়ে খুশি তাঁরাও।

Advertisement
আরও পড়ুন:

ধোনি ছাড়াও এই মুহূর্তে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন ভারতের বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্করও। আছেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সৌরভও এ বার ধোনির মতোই ইংল্যান্ডে জন্মদিন পালন করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement