আইপিএল ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন ধোনি ফাইল চিত্র।
এই বছর দুবাইয়ে তাঁর নেতৃত্বে তৃতীয় বারের জন্য আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। তার পরেই প্রশ্ন উঠেছে, আগামী বছরও কি হলুদ জার্সিতে দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। সেই প্রশ্নের জবাবে সেই ধোঁয়াশাই বজায় রাখলেন মাহি। অবশ্য বুঝিয়ে দিলেন, তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে এই বিষয়ে ধোনিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি এই বিষয়ে ভাবব। এখন সবে নভেম্বর মাস। আগামি বছর এপ্রিলে খেলা হবে। এখনও অনেক সময় রয়েছে।’’
আইপিএল-এ নতুন দু’টি দল যুক্ত হয়েছে। তার মধ্যে আগামি বছর নিলামও রয়েছে। ফলে বেশ কিছু ক্রিকেটারের শিবির বদল হবে। ধোনিও কি অন্য কোনও দলে যোগ দেবেন? দুবাইয়ে আইপিএল জেতার পরে ধোনিকে তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবে তিনি বলেছিলেন, ‘‘সেটা বিসিসিআই-এর উপর নির্ভর করছে। নতুন দু’টি দল আশায় আমাদের ভাবতে হবে সিএসকে-র জন্য কোনটা ভাল হবে। তিন-চার জন ক্রিকেটার নয়, আমাদের আগামি ১০ বছরের কথা ভেবে দল তৈরি করতে হবে।’’
অবশ্য চেন্নাই ছাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি বলেও তখন জানিয়েছিলেন ধোনি। ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি এখনও দল ছাড়িনি। তাই এখনই আমার ঐতিহ্য শেষ হচ্ছে না।’’