IPL 2024

নেটে চেনা মেজাজে ধোনি, চেন্নাই অধিনায়কের ঘাড় ছুঁই ছুঁই চুলে অবসরের জল্পনা

আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের সময় বড় চুল ছিল ধোনির। দীর্ঘ দিন পর ধোনির চুল আবার তাঁর ঘাড় ছুঁয়েছে। ব্যাট হাতেও চেনা ফিনিশারের মেজাজে দেখা যাচ্ছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ২০:১৪
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এক্স (টুইটার)।

দিন দুয়েক আগে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। গত মরসুমে পায়ের চোটের জন্য স্বাভাবিক ব্যাটিং করতে পারেননি। অস্ত্রোপচার করিয়ে এ বার ফিট। চেন্নাই অধিনায়ককে চেনা ফর্মে দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। চেন্নাইয়ের সতীর্থেরা দেখা পেলেন এক নতুন ধোনির।

Advertisement

হোটেল থেকে বেরিয়ে বাসে উঠলেন ধোনি। গিয়ে বসলেন এক দম পিছনের সারির আসনে। অভিজ্ঞ অধিনায়ক তরুণ সতীর্থদের জায়গা ছেড়ে দিলেন আগে। এতো গেল সিনিয়র ধোনির কথা। কিন্তু মাঠের ধোনিকে দেখা গেল পুরনো চেহারায়। যা তাঁর অনেক সতীর্থকেও কিছুটা বিস্মিত করেছে।

আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের সময় বড় চুল ছিল ধোনির। তাঁর সেই চুলের ভক্ত ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফও। ততটা না হলেও ধোনির চুল আবার প্রায় ঘাড় ছুঁই ছুঁই। অনেকটা তরুণ ধোনির ছোঁয়া। শুধু কি তাই? নেটে ব্যাট হাতেও দেখা গেল পুরনো ধোনিকে। প্রথম দু’একটা বল দেখে খেলার পর হাত খুললেন। দলের সব বোলারকেই তুলে মারতে লাগলেন। যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। ফিট ফিনিশার ধোনির অনুশীলনের ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

Advertisement

ধোনির নেতৃত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। গত বছরও তাঁর নেতৃত্বে ট্রফি জিতেছিল সিএসকে। অবসর নিয়ে মুখ খোলেননি ধোনি নিজে। যদিও ক্রিকেটপ্রেমীদের একাংশের আশা, এ বারের আইপিএল খেলে অবসর নিতে পারেন তিনি। ধোনির চেহারায় পুরনো ঝলক সেই অনেকে মনে করছেন, বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজেও হয়তো ক্রিকেটজীবনের শেষ প্রান্তে এসে আবার শুরুর সময়কে ফিরে দেখার চেষ্টা করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement