India vs England 2024

ইংল্যান্ডকে হারিয়েই অবসরের কথা রোহিতের মুখে! আর কত দিন খেলবেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভাল ফর্মে ছিলেন রোহিত। দু’টি শতরান করেছেন। কোচ দ্রাবিড়ও তাঁর প্রশংসা করেছেন। তবু টেস্ট সিরিজ় শেষে ভারতীয় দলের অধিনায়কের মুখে অবসরের কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ১৮:৪৭
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কট কিছু দিন আগে বলেছিলেন, ক্রিকেটজীবনের সেরা সময় পিছনে ফেলে এসেছেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক অবশ্য মনে করেন, গত কয়েক বছর ধরে ক্রিকেটজীবনের সেরা সময় কাটাচ্ছেন তিনি। তবু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় জিতে অবসরের কথা শোনা গেল তাঁর মুখে।

Advertisement

বিরাট কোহলি, লোকেশ রাহুলের মতো অভিজ্ঞ সতীর্থদের পাননি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে। মূলত তরুণদের নিয়ে লড়াই করেছেন বেন স্টোকসের দলের বিরুদ্ধে। কঠিন পরিস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দু’টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ফর্মে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তবু তাঁর মুখে অবসরের কথা।

শনিবার সিরিজ় শেষে রোহিত নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় বলেছেন, যথেষ্ট ভাল খেলতে না পারলে অবসর নিতে দ্বিধা করবেন না। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘যে দিন ঘুম থেকে উঠে মনে হবে, যথেষ্ট ভাল খেলতে পারছি না, সে দিনই অবসর নেব। এটা নিয়ে কোনও দ্বিধা নেই আমার। তবে আমার মনে হয়, গত কয়েক বছর জীবনের সেরা ক্রিকেট খেলছি আমি।’’ রোহিত অতীত পারফরম্যান্স ভাঙিয়ে দলে জায়গা ধরে রাখতে ইচ্ছুক নন। খেলতে না পারলে নিজেই তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে চান।

Advertisement

রোহিত অবশ্য ফর্মেই রয়েছেন। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। যা আগেই ঘোষণা করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। যদিও এ বার আর আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement