BGT 2024-25

এক যাত্রায় পৃথক ফল! কেন হেডের চেয়ে সিরাজকে বেশি শাস্তি দিল আইসিসি?

ভারতীয় পেসারকে জরিমানা করা হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটারকে শুধু একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। কেন আলাদা শাস্তি দুই ক্রিকেটারের?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১০:২৫
Share:

মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।

একই দোষ, কিন্তু শাস্তি আলাদা! অ্যাডিলেডে মহম্মদ সিরাজ এবং ট্রেভিস হেড একই দোষ করেছিলেন। ভারতীয় পেসারকে জরিমানা করা হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটারকে শুধু একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। কেন আলাদা শাস্তি দুই ক্রিকেটারের?

Advertisement

অ্যাডিলেডে হেডকে আউট করার পর সিরাজ এবং তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। যে কারণে সিরাজকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। হেডকে শুধু একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইসিসি-র নিয়ম অনুযায়ী ২.৫ ধারায় শাস্তি দেওয়া হয়েছে সিরাজকে। হেডকে শাস্তি দেওয়া হয়েছে ২.১৩ ধারায়। দু’টি আলাদা ধারায় শাস্তি হওয়ায় তাঁদের পৃথক শাস্তি দেওয়া হয়েছে।

কী হয়েছিল অ্যাডিলেডে? টেস্টের দ্বিতীয় দিন হেডকে আউট করেন সিরাজ। তার পর উত্তেজিত অঙ্গভঙ্গি করেন তিনি। সিরাজের এই ব্যবহার পছন্দ হয়নি হেডের। তিনি সাজঘরে ফেরার সময় পাল্টা জবাব দেন। সিরাজও কিছু বলেন। সেই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে জমা দেন আম্পায়ারেরা। তা যায় আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। কমিটি দুই ক্রিকেটারকেই দোষী সাব্যস্ত করে। সিরাজের বেশি শাস্তি হওয়ার নেপথ্যে তাঁর অঙ্গভঙ্গি। সেই কারণেই দুই ক্রিকেটার একই দোষ করলেও আলাদা শাস্তি হয়েছে। দু’জনের উপরেই আগামী ২৪ মাস নজর রাখবে আইসিসি। যদি আবার একই ভুল করেন তা হলে নির্বাসিতও করা হতে পারে তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement