Mohammed Siraj

Mohammed Siraj: বিরাট সংসারে থাকতে পেরে কী বলছেন সিরাজ, ম্যাক্সওয়েল

সিরাজ এবং ম্যাক্সওয়েলের পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলীকেও ধরে রেখেছে আরসিবি। যদিও দলের স্বার্থে ২ কোটি টাকা বেতন কমিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ১২:৪১
Share:

খুশি সিরাজ। ফাইল ছবি

আইপিএল থেকেই তাঁর উত্থান। ধীরে ধীরে ভারতীয় দলে প্রবেশ এবং সব ধরনের ফরম্যাটে খেলে ফেলা। আগামী দিনের জন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) তাঁকে ধরে রাখায় মুগ্ধ মহম্মদ সিরাজ। এক ভিডিয়োয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের প্রতি।

Advertisement

সিরাজ বলেছেন, “আমাকে ধরে রাখার জন্য এবং আমার প্রতি আস্থা এবং বিশ্বাস দেখানোর জন্য আরসিবি পরিবারকে অনেক ধন্যবাদ। আমি সত্যিই সম্মানিত। আরসিবি সমর্থকদের প্রতি আমার বার্তা— আমাদের সমর্থন করতে থাকুন এবং ভাল থাকুন।”

আরসিবি-র প্রতি একই ভাবে কৃতজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েলও। দীর্ঘ দিন পরে কোনও আইপিএল দলের হয়ে খেলে সাফল্য পেলেন তিনি। গত মরসুমে দুর্দান্ত খেলেছেন। ম্যাক্সওয়েল বলেছেন, “আমাকে ধরে রাখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আগামী বছরে আরও দু’ধাপ এগিয়ে খেতাব জিতে নেব আমরা। আশা করি লাল-কালো জার্সিতে সমর্থকরা আবার আমাদের প্রতি একই ভালবাসা দেখাবেন।”

Advertisement

সিরাজ এবং ম্যাক্সওয়েলের পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলীকেও ধরে রেখেছে আরসিবি। যদিও দলের স্বার্থে ২ কোটি টাকা বেতন কমিয়েছেন তিনি। যুজবেন্দ্র চহালের মতো সফল বোলারকে ছেড়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement