Ravichandran Ashwin

অবসরের পর কারা ফোন করেছিলেন অশ্বিনকে? নিজেই ‘কল লিস্ট’-এর ছবি দিলেন অফস্পিনার

অশ্বিনের অবসরের খবর পেয়ে ভারতের দু’জন প্রাক্তন অধিনায়ক ফোন করেন তাঁকে। সমাজমাধ্যমে দুই প্রাক্তন ক্রিকেটারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন সদস্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১২:৩২
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথে রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে বিতর্ক, জল্পনা তৈরি হয়েছে ক্রিকেট মহলে। তাঁর গুণমুগ্ধদের অনেকেই বিস্মিত হয়েছেন। তেমনই বিশেষ এক জন খবর পেয়েই ফোন করেছিলেন অশ্বিনকে। তিনিই আবার ২৫ বছর আগে প্রথম অশ্বিনকে স্মার্টফোন ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন।

Advertisement

ব্রিসবেনে তৃতীয় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেশে ফিরে এসেছেন অফস্পিনার। তার পর সমাজমাধ্যমে নিজের মোবাইলের কল লিস্টের ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অশ্বিন। তাতে দেখা যাচ্ছে দুই বিশিষ্ট ব্যক্তির নাম, যাঁরা অবসরের খবর শুনেই ফোন করেছিলেন তাঁকে। দু’জনকেই কৃতজ্ঞতা জানিয়েছেন অশ্বিন।

অশ্বিনের ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকর এবং কপিল দেবের নাম। তাঁর অবসরের খবর শুনে ভারতের দুই প্রাক্তন অধিনায়কই তাঁকে ফোন করেছিলেন। অশ্বিন সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘২৫ বছর আগে আমাকে এক জন স্মার্টফোন ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। ভারতীয় দলের ক্রিকেটার হিসাবে শেষ দিনেও তিনি আমাকে ফোন করেছিলেন। তাঁর ফোন পেয়ে আমার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল। আমার ফোনের সে দিনের কল লগে জ্বল জ্বল করছে সচিন তেন্ডুলকর এবং কপিল দেবের নাম। ধন্যবাদ সচিন পাজিকে। কপিল পাজি আশীর্বাদ করবেন।’’

Advertisement

সচিনের সঙ্গে দু’বছর ভারতীয় দলে খেলেছেন অশ্বিন। ২০১১ সালে এক দিনের বিশ্বকাপজয়ী দলেও ছিলেন দু’জন। অশ্বিনই ভারতের একমাত্র ক্রিকেটার টেস্টে যাঁর ৩০০০-এর বেশি রান এবং ৫০০-র বেশি উইকেট রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement