Mohammad Rizwan

বিশ্বরেকর্ড স্পর্শ রিজওয়ানের, ক্যাচ না ফস্কালে হত একক নজির

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে সমতা ফিরিয়েছে পাকিস্তান। শুক্রবার অ্যাডিলেডে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৯ উইকেটে জিতেছে তারা। সেই ম্যাচেই বিশ্বরেকর্ড ছুঁলেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২১:১৩
Share:

মহম্মদ রিজওয়ান। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে সমতা ফিরিয়েছে পাকিস্তান। শুক্রবার অ্যাডিলেডে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৯ উইকেটে জিতেছে তারা। সেই ম্যাচেই বিশ্বরেকর্ড ছুঁলেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তবে একটি লোপ্পা ক্যাচ না ফেললে বিশ্বরেকর্ডটি তাঁর একারই হত।

Advertisement

একটি এক দিনের ম্যাচে উইকেটকিপার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন রিজওয়ান। শুক্রবার ছ’টি ক্যাচ ধরেছেন তিনি। আর একটি ক্যাচ ধরলে একাই বিশ্বরেকর্ড করে ফেলতে পারতেন। কিন্তু অ্যাডাম জ়াম্পার সহজ ক্যাচ ধরতে পারেননি। এ দিন স্টিভ স্মিথ, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের ক্যাচ নেন রিজওয়ান।

এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড পাকিস্তানের দুই ক্রিকেটারের রয়েছে। ২০১৫ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সরফরাজ আহমেদ এবং ১৯৯৫ সালে হারারেতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এই নজির রয়েছে মইন খানের।

Advertisement

বিশ্ব ক্রিকেটে চার বার এক ইনিংসে ছ’টি ক্যাচ ধরেছেন অ্যাডাম গিলক্রিস্ট। এ ছাড়া ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, ম্যাট প্রায়র এবং জস বাটলার, দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার এবং কুইন্টন ডি’কক এবং স্কটল্যান্ডের ম্যাথু ক্রসের এই নজির রয়েছে।

এ দিন পাকিস্তানকে জিতিয়েছেন বোলারেরা। হ্যারিস রউফ ২৯ রানে ৫ উইকেট নেন। শাহিন আফ্রিদি ২৬ রানে ৩ উইকেট নেন। রান তাড়া করার সময়ে সাইম আয়ুব (অপরাজিত ৮২) এবং আবদুল্লা শফিকের (৬৪) ইনিংস জিতিয়ে দেয় পাকিস্তানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement