T20 World Cup 2021

T20 World Cup 2021: হাসপাতাল থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই বিধ্বংসী রিজওয়ানের ৫২ বলে ৬৭

সেমিফাইনালের আগে ফ্লুয়ে আক্রান্ত হয়েছিলেন রিজওয়ান। তাঁর সঙ্গে অসুস্থ হন অভিজ্ঞ শোয়েব মালিক। তিনিও বৃহস্পতিবার সকালে দলের সঙ্গে যোগ দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:৫৯
Share:

সেমিফাইনালে জ্বলে উঠলেন রিজওয়ান ছবি: টুইটার থেকে।

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে নামার ২৪ ঘণ্টা আগে হাসপাতালে ছিলেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। ম্যাচের দিন সকালে দলে ফেরেন তিনি। তার কয়েক ঘণ্টা পরেই দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন তিনি। তাঁর খেলার প্রশংসা শোনা গেল দলের কোচ ম্যাথু হেডেনের গলাতেও।

Advertisement

পাকিস্তানের ব্যাটিং শেষ হওয়ার পরে সাক্ষাৎকারে হেডেন বলেন, ‘‘বুধবার হাসপাতালে ছিল রিজওয়ান। কিন্তু খেলার আগে ও সুস্থ হয়ে ওঠে। ওর সাহস সত্যি প্রশংসার যোগ্য।’’

খেলার শুরুতে রিজওয়ানকে কিছুটা নড়বড়ে দেখালেও খেলা যত গড়ায় তত নিজেকে মেলে ধরেন তিনি। অধিনায়ক বাবর আজম আউট হওয়ার পরে দলের রানকে টেনে নিয়ে যেতে থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও চারটি বিশাল ছক্কা। দলকে বড় রানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই বাঁ-হাতি ব্যাটার।

Advertisement

সেমিফাইনালের আগে ফ্লুয়ে আক্রান্ত হয়েছিলেন রিজওয়ান। তাঁর সঙ্গে অসুস্থ হন অভিজ্ঞ শোয়েব মালিক। তিনিও বৃহস্পতিবার সকালে দলের সঙ্গে যোগ দেন। যদিও ব্যাট হাতে রান পাননি তিনি। ২ বলে ১ রান করে আউট হন শোয়েব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement