T20 World Cup 2021

T20 World Cup 2021: ব্যাট-বল নয়, সব থেকে কঠিন কাজ কোনটা? জানালেন আফগান অধিনায়ক নবি

বিশ্বকাপে দুরন্ত শুরু হয়েছে আফগানিস্তানের। স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারানোর পরে শুক্রবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৭:০২
Share:

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মহম্মদ নবি। ফাইল চিত্র।

মাঠের মধ্যে ব্যাটে-বলে বিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়লেও একটি বিষয়কে খুব ভয় পান আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মহম্মদ নবি। সেটি হল ম্যাচের পরে সাংবাদিক বৈঠক। সেখানে গিয়ে সমস্যায় পড়েন তিনি। কারণ, তাঁর দুর্বল ইংরেজি।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারানোর পরে সাংবাদিক বৈঠকে গিয়ে এ কথা জানিয়েছেন নবি। সেই বৈঠকের একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে নেটমাধ্যমে। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে তাঁকে বলতে শোনা যায়, ‘‘এটাই সব থেকে কঠিন কাজ।’’ তার পরে আয়োজকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘‘কতগুলি প্রশ্ন রয়েছে? পাঁচ মিনিটে তো আমার ইংরেজি শেষ হয়ে যাবে।’’ তাঁর এই কথা শুনে সাংবাদিক বৈঠকেই হাসির রোল ওঠে।

Advertisement

বিশ্বকাপে দুরন্ত শুরু হয়েছে আফগানিস্তানের। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯০ করেন আফগানরা। পরে মাত্র ৬০ রানে স্কটল্যান্ডকে অলআউট করে দেন রশিদ খানরা। শুক্রবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement