ম্যাচ জেতানো ইনিংস খেললেন ম্যাথু ওয়েড ছবি: টুইটার থেকে।
তাঁর পর পর মারা তিন ছক্কায় পাকিস্তানকে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। অথচ ব্যাট করতে নেমে তিনি নিজেই নিশ্চিত ছিলেন না দলকে জেতাতে পারবেন। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে এমনটাই বললেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।
ম্যাচ শেষে সাক্ষাৎকারে ওয়েড বলেন, ‘‘ব্যাট করতে নেমে আমি নিশ্চিত ছিলাম না দলকে জেতাতে পারব। কিন্তু অন্য দিকে মার্কাস স্টোইনিস অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল। শুরুতে খেলতে একটু সমস্যা হচ্ছিল। তখন স্টোইনিস বড় শট খেলে চাপ কমায়। আমি যতটা ভেবেছিলাম তার থেকে জোরে বল করছিল শাহিন আফ্রিদি। জানতাম দু’টো বল মারতে পারলে খেলা ঘুরে যাবে। সেটা করতে পেরেছি।’’
বিশ্বকাপের আগে বেশ কিছু দিন জাতীয় দলের বাইরে ছিলেন ওয়েড। দলে ফিরে নিজের জায়গা পাকা করতে পারায় খুশি তিনি। ওয়েড বলেন, ‘‘আমি বেশ কিছু দিন দলের বাইরে ছিলাম। ফের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পেরে খুশি।’’
এক সময় পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু স্টোইনিসের সঙ্গে জুটি বেঁধে দলকে জেতান ওয়েড। তিনি ১৭ বলে ৪১ করে অপরাজিত থাকেন। ১৯তম ওভারে শাহিনকে পর পর তিনটি ছক্কা মেরে খেলা শেষ করেন তিনি।