পিচ বিতর্ক স্থানীয় ক্রিকেটে। একই জায়গায় দু’টি ম্যাচ কেন দেরিতে শুরু হল, তা নিয়ে জল্পনা বেঁধেছে। প্রতীকী ছবি
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম ওড়িশা ম্যাচে বিতর্ক হয়েছিল পিচ নিয়ে। বেশি জল দেওয়ার কারণে দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। একই জিনিস এ বার দেখা গেল সিএবি পরিচালিত স্থানীয় লিগে। পিচ ভিজে থাকায় দু’টি ম্যাচ দেরিতে শুরু হল। যার জেরে বিতর্ক দেখা দিয়েছে। একে অপরকে দোষারোপের পালা শুরু হয়েছে।
রঞ্জি ট্রফি শেষ হতেই সিএবি-র স্থানীয় ক্রিকেট শুরু হয়েছে। কল্যাণীর মাঠে শ্যামবাজার বনাম মোহনবাগানের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। তবে সেটি শুরু হয় দুপুর ১২.৪০-এ, অর্থাৎ মধ্যাহ্নভোজের পরে। কিছুটা দূরে কল্যাণীরই গয়েশপুরের মাঠেও ভবানীপুর এবং কালীঘাটের ম্যাচ শুরু হয় সাড়ে ১১টা নাগাদ। বাকি তিনটি ম্যাচ স্বাভাবিক সময়েই শুরু হয়েছে।
একই জায়গায় দু’টি ম্যাচ কেন দেরিতে শুরু হল, তা নিয়ে জল্পনা বেঁধেছে। তবে খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, দোষটা মাঠকর্মীদেরই। তাঁরা বেশি জল দিয়ে ফেলেছিলেন বলেই মাঠ সময়মতো শুকোয়নি। তাই খেলা শুরু করা যায়নি।