রান পেয়েছেন হনুমা, ঈশানরা। —ফাইল চিত্র
ভারত এ দলের হয়ে খেলে অর্ধশতরান করলেন হনুমা বিহারী। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে তাঁর এবং সরফরাজ খানের অর্ধশতরানের পরেও লিড নিতে পারেনি ভারত এ। এক রানের জন্য অর্ধশতরান ফসকেছেন ঈশান কিশন। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ এগিয়ে রয়েছে ১৩৭ রানে।
দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১৯৮। হাতে পাঁচ উইকেট নিয়ে তৃতীয় দিন আরও ৭৮ রান যোগ করে ভারত এ। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা এ তৃতীয় দিনের শেষে তুলেছে ১১৬ রান। ইতিমধ্যেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন ঈশান পোড়েলরা। ২ উইকেট নিয়েছেন বাংলার পেসার। একটি করে উইকেট নিয়েছেন বাবা অপরাজিত এবং সৌরভ কুমার।
দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের প্রভাব বেড়েছে। সেই জন্য অনিশ্চয়তা রয়েছে বিরাট কোহলীদের আফ্রিকা সফর নিয়েও। তারই মাঝে ভারত এ দলের বেসরকারি টেস্ট চলছে। ওমিক্রন নিয়ে উদ্বেগ থাকলেও এখনও অবধি এই টেস্ট বন্ধ করেনি দুই বোর্ড।