টি-টোয়েন্টি সিরিজের আগে রোহিতের জন্য খারাপ খবর ফাইল চিত্র
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে খারাপ খবর রোহিত শর্মার জন্য। টি-টোয়েন্টিতে রানের তালিকায় ভারতীয় অধিনায়ককে টপকে গেলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। টি-টোয়েন্টিতে সব থেকে বেশি রান ছিল রোহিতের। তাঁকে টপকে শীর্ষে পৌঁছে গিয়েছেন গাপ্টিল।
স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন এই নজির গড়েন গাপ্টিল। ৩১ বলে ৪০ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে গাপ্টিলের রান ৩৩৯৯। দ্বিতীয় স্থানে থাকা রোহিতের (৩৩৭৯) থেকে ২০ রান বেশি। যদিও শুক্রবার থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের। পাঁচ ম্যাচের সিরিজে ফের এক নম্বরে যাওয়ার সুযোগ থাকবে রোহিতের সামনে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলী। তাঁর রান ৩৩০৮। গত বছর প্রথম ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে ৩০০০ রানে পৌঁছেছিলেন কোহলী। কিন্তু গত এক বছরে অনেক কম ম্যাচ খেলেছেন তিনি। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে কোহলী। তাই রানের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছেন তিনি।