Marnus Labuschagne

Marnus Labuschagne: বাড়িতেই বানিয়ে ফেললেন আস্ত পিচ! পাকিস্তানকে বেগ দিতে অভিনব প্রস্তুতি লাবুশেনের

পরের মাস থেকেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তার আগে স্পিনারদের সামলাতে অভিনব পন্থা নিলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫০
Share:

অভিনব প্রস্তুতি লাবুশেনের ফাইল ছবি

পরের মাস থেকেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তার আগে স্পিনারদের সামলাতে অভিনব পন্থা নিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। স্পিনারদের মোকাবিলা করতে বাড়িতেই বানিয়ে ফেললেন আস্ত পিচ। তাতে বিভিন্ন কারিকুরি করে অনুশীলন সারছেন তিনি।

Advertisement

কী ভাবে এই পিচ তৈরি করেছেন লাবুশেন?

প্রথমে বাড়ির একটি লম্বা জায়গায় তিনি পেতেছেন কালো রংয়ের ম্যাট। সেখানে বিভিন্ন জায়গায় কালো রংয়ের টেপ দিয়ে আটকে দিয়েছেন অ্যালুমিনিয়াম এবং শক্ত ধাতুর পাত। ফলে বল সেই জায়গায় পড়লে কিছুটা বেঁকে ব্যাটারের কাছে আসছে। কখনও কখনও এমন ভাবে বল ঘুরছে, যা খেলতে রীতিমতো অসুবিধা হচ্ছিল লাবুশেনের। তবে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না তিনি।

Advertisement

আগামী ৪ মার্চ থেকে টেস্ট সিরিজ শুরু। পাকিস্তান দলে শাদাব খান, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম এবং উসমান কাদিরের মতো স্পিনার রয়েছেন। তাঁদের বিরুদ্ধে খেলতে যাতে অসুবিধা না হয়, তাই আগে থেকেই প্রস্তুতি সারছেন তিনি। মাথায় রয়েছে ভারতের মাটিতে হতে চলা সিরিজও। উপমহাদেশের পিচের জন্য এ ভাবেই প্রস্তুতি সারছেন লাবুশেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement