T20 World Cup 2021

T20 World Cup 2021: আফগানদের চূর্ণ করেও আক্ষেপ যাচ্ছে না ম্যাচের সেরা রোহিতের

দু’ম্যাচে হেরে যাওয়ার পরেও শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের। তবে তার জন্য বাকি কয়েকটি ম্যাচে দলের রানরেট অনেকটা বাড়াতে হবে কোহলীদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২৩:৫০
Share:

ম্যাচ জিতে কী বললেন রোহিত ছবি: টুইটার থেকে।

আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয়ের পরেও আগের দুই ম্যাচে হারের হতাশা চেপে রাখতে পারলেন না ম্যাচের সেরা রোহিত শর্মা। খেলা শেষে সাক্ষাৎকারে সেই আক্ষেপ ঝরে পড়ল তাঁর গলা থেকে।

Advertisement

খেলা শেষ হওয়ার পরে রোহিত বলেন, ‘‘আমরা ভাল শুরু করতে চেয়েছিলাম। আগের দু’ম্যাচে সেটা হয়নি। আমরা চেষ্টা করেছি পরের দিকের ব্যাটারদের জন্য ভাল ভিত তৈরি করে দিতে। রাহুলও দুর্দান্ত ব্যাট করেছে।’’

এই ম্যাচে তাঁরা প্রথমে বল করতে চেয়েছিলেন বলে জানান রোহিত। তিনি বলেন, ‘‘আমরা আগের দু’ম্যাচে প্রথমে ব্যাট করেছি। তাই এই ম্যাচে আমরা বল করতে চেয়েছিলাম। কিন্তু এই পিচ ব্যাট করার পক্ষে ভাল। তাই কোনও অসুবিধা হয়নি।’’

Advertisement

প্রথম দু’ম্যাচে হেরে যাওয়ার পরেও টি২০ বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের। তবে তার জন্য বাকি কয়েকটি ম্যাচে দলের রানরেট অনেকটা বাড়াতে হবে কোহলীদের। সেই অঙ্ক প্রথম থেকে তাঁদের মাথায় ছিল বলে জানিয়েছেন হিটম্যান। তিনি বলেন, ‘‘আমরা জানতাম রানরেট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই কথা মাথায় রেখে খেলেছি। দল যে ভাবে চাইবে সে ভাবে খেলতে তৈরি। শেষ পর্যন্ত জিতেছি, এটাই আসল ব্যাপার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement