এক দিনের বিশ্বকাপ নিয়ে ভারতের উপর পাল্টা চাপ পাকিস্তানের। —ফাইল ছবি।
বাবর আজমরা বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন বলে দাবি বিসিসিআইয়ের একটি সূত্রের। সেই সম্ভাবনা সরাসরি খারিজ করে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি। তিনি পরিষ্কার জানালেন, বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না বাবর আজমদের। ভারতের দাবিকে এক তরফা বলে মন্তব্য করেছেন তিনি।
পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসবে, এই খবর প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার নিজেদের অবস্থান জানিয়েছেন শেঠি। এশিয়া কাপ খেলতে ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার প্রভাব বিশ্বকাপে পড়বে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘‘এখন ভারত যদি নিরপেক্ষ জায়গায় খেলতে রাজি হয় এবং আমাদের বিকল্প প্রস্তাবে রাজি হয়, তা হলেই শুধু আমরা বিশ্বকাপের ম্যাচ নিরপেক্ষ জায়গায় খেলব। পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ ঢাকায় বা ভারতের পছন্দ মতো অন্য কোনও নিরপেক্ষ জায়গায় খেলতে রাজি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও একই ভাবে হতে হবে। বাকি সব দেশ পাকিস্তানে এসে তাদের ম্যাচ খেলবে। ভারতের জন্য শুধু নিরপেক্ষ কেন্দ্রের ব্যবস্থা করা যেতে পারে। রাজনৈতিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ ভাবে খেলা চালিয়ে যাওয়া যেতে পারে।’’
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, এক দিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই প্রসঙ্গে শেঠি বলেছেন, ‘‘বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ আমদাবাদে হবে শুনে মনে মনে হেসেছি। একতরফা ভাবে দাবি করছে কী করে! আমরা তো ভারতের মাটিতে খেলব না। চেন্নাই বা কলকাতা বলা হলেও একটা কথা ছিল।’’
দু’দেশের রাজনৈতিক লড়াইয়ের মধ্যে ঢুকতে চাননি তিনি। শেঠি বলেছেন, ‘‘আমি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে যে শহরের কথা বলা হচ্ছে, তার পিছনে কোনও রাজনৈতিক দৃষ্টিকোণ রয়েছে বলে মনে হচ্ছে। ভারতে কোনও শহরে যদি আমাদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে, তা হলে সেটা আমদাবাদ। তাই এ নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল। এটা অনেকটা আমাদের জন্য লাল সতর্কতা জারি করা। বলতে চাওয়া হচ্ছে, ‘আপনাদের সঙ্গে আমরা আমদাবাদে খেলব। অতয়েব আপনারা সতর্ক থাকুন। জানেন তো আমদাবাদের শাসক কে?’’’
এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব কি পাকিস্তানের হাতছাড়া হয়ে গিয়েছে? পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেছেন, ‘‘এ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি বা শ্রীলঙ্কায় হওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। নাকি তৃতীয় কোথাও হবে, জানি না। প্রথম বিষয় হল, আমরা যে বিকল্প প্রস্তাব দিয়েছি, তা কেন গ্রহণ করা হবে না? আমরা কেন ওদের নির্দেশ মতো খেলব? এশিয়ান ক্রিকেট কাউন্সিল যদি প্রতিযোগিতার সব ম্যাচ একই জায়গায় করার কথা বলে, তা হলে আমরা এশিয়া কাপ খেলব না।’’
শেঠি জানিয়েছেন ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক নিয়ে বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘‘জয়ের সঙ্গে আমি একান্তে কথা বলেছি। সত্যি বলতে আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ কথা হয়েছে। সমস্যা একটাই। ওরা কেন পাকিস্তানে খেলতে আসবেন না, তার কোনও যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেননি। আমার প্রশ্নে উনি শুধু হেসেছেন। বলেছেন, ‘আপনি তো জানেন কী পরিস্থিতি। তাই এটা নিয়ে আলোচনা করে কোনও লাভ নেই। অন্য সমাধান খুঁজতে হবে আমাদের।’ তখন আমি বিকল্প প্রস্তাবের কথা বলেছিলাম। সমঝোতা করতে হচ্ছে জেনেও বলেছিলাম।’’
শেঠি বলেছেন, পরিস্থিতি এমন একটা জায়গায় পৌছেছে, যেটা এখন আর তাঁদের হাতে নেই। পাকিস্তান সরকারের নির্দেশেই তাঁদের চলতে হবে। তাঁদের ভারতের মাটিতে খেলতে আপত্তি না থাকলেও সরকারের নির্দেশ মেনেই চলতে হবে। পিসিবি চেয়ারম্যানের মতে, সমস্যা সমাধানে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও উচিত নয়াদিল্লির সঙ্গে কথা বলা।