রঞ্জি ট্রফি। —ফাইল চিত্র।
রঞ্জি ট্রফির সেমিফাইনাল জমে গিয়েছে। সমানে সমানে লড়াই চলছে বিদর্ভ এবং মধ্যপ্রদেশের। পঞ্চম দিনে সরাসরি ম্যাচ জেতার সুযোগ রয়েছে দুই দলের কাছেই। জয়ের জন্য মধ্যপ্রদেশের চাই ৯৩ রান। বিদর্ভের চাই ৪ উইকেট। ফলে ম্যাচ ড্র হওয়ার কোনও সম্ভাবনা নেই।
প্রথম ইনিংসে বিদর্ভ ১৭০ রান তোলে। জবাবে মধ্যপ্রদেশ তোলে ২৫২ রান। ৮২ রানের লিড পায় মধ্যপ্রদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে বিদর্ভ ৪০২ রান তুলে চাপে ফেলে দেয় চন্দ্রকান্ত পণ্ডিতের দলকে। চতুর্থ ইনিংসে মধ্যপ্রদেশের সামনে লক্ষ্য দেওয়া হয় ৩২১ রানের।
সেই রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশের ওপেনার যশ দুবে ৯৪ রান করেন। হর্ষ গাউলি করেন ৬৭ রান। তাঁরা দলকে লড়াইয়ে রেখেছিলেন। শেষ বেলায় যদিও পর পর উইকেট হারিয়ে চাপে মধ্যপ্রদেশ। অক্ষয় ওয়াখারে নেন ৩ উইকেট। আদিত্য সারওয়াত নেন ২ উইকেট। শেষ দিনে বিদর্ভের চাই ৪ উইকেট। তা হলেই ম্যাচ জিতে নেবে তারা।
মুম্বই ইতিমধ্যেই রঞ্জির ফাইনালে পৌঁছে গিয়েছে। কোন দল তাদের বিরুদ্ধে খেলবে, সেটা নিয়েই লড়াই চলছে। বুধবার সকালেই হয়তো ঠিক হয়ে যাবে ম্যাচের ভাগ্য।