চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে ‘মা সারদা’র ক্রিকেটারেরা। — নিজস্ব চিত্র।
মহিলাদের এনসিসি টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স কাপ ২০২৪ চ্যাম্পিয়ন হল ‘মা সারদা’। বৃহস্পতিবার হাওড়ার গুলমোহর মাঠে দিন-রাতের ফাইনালে ‘রানি রাসমণি’কে ৯ উইকেটে হারিয়েছে তারা।
টস জিতে প্রথমে ব্যাট করে ‘রানি রাসমণি’র ইনিংস শেষ হয়ে যায় ৫৭ রানে। ‘মা সারদা’র বোলারদের দাপটের সামনে অস্বস্তিতে ছিলেন ‘রানি রাসমণি’র সব ব্যাটারই। ৪ উইকেট নেন দেবারতি গুহ। জবাবে ১১.২ ওভারে ১ উইকেটে ৫৮ রান করে ম্যাচ জিতে নেয় ‘মা সারদা’। সময়িতা অধিকারী ৩৮ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচের এক মাত্র ছক্কাটি এসেছে তাঁর ব্যাট থেকেই। ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন অবশ্য দেবারতি। সময়িতা হয়েছেন প্রতিযোগিতার সেরা ব্যাটার। সেরা ফিল্ডার হয়েছেন রিয়া গোস্বামী এবং সেরা উইকেটরক্ষক হয়েছেন রিয়া রায়।
ফাইনালে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ অন্যরা। ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গার্গী বন্দ্যোপাধ্যায়।