IIT Guwahati Recruitment 2024

আইআইটি গুয়াহাটিতে কর্মখালি, ইঞ্জিনিয়াররা পাবেন আবেদনের সুযোগ

নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৪৭,০০০ টাকা থেকে ৬৫,৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৯
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটিতে কর্মখালি। প্রতিষ্ঠানের সেন্টার ফর এডুকেশনাল টেকনোলজিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মী প্রয়োজন। ওই কাজে এক জনকে নিয়োগ করা হবে। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট কাজের জন্য ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা রয়েছে, এমন কাউকে নিয়োগ করা হবে। ওই ব্যক্তির অন্তত আট বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও এনএসকিউএফ লেভেলিং-এর ম্যাপিং সম্পর্কে জ্ঞান এবং কনসালটিং-এর দক্ষতা থাকতে হবে।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে নিযুক্ত ব্যক্তির জন্য ৪৭,০০০ টাকা থেকে ৬৫,৫০০ টাকা মাসিক বেতন বরাদ্দ করা হয়েছে। তাঁকে মোট ১১ মাসের চুক্তিতে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য আলাদা করে আবেদনপত্র পাঠানো প্রয়োজন।

Advertisement

১৫ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। তার আগে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র পাঠাতে হবে আগ্রহীদের। আবেদনের শেষ দিন ৬ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের নাম ১০ জানুয়ারি ঘোষণা করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement