মুকেশ কুমার। —ফাইল চিত্র।
জ়িম্বাবোয়েকে চারটি ম্যাচেই হারিয়ে দিলেন শুভমন গিলেরা। প্রথম ম্যাচে জিতেছিল জ়িম্বাবোয়ে। কিন্তু ৪২ রানে শেষ ম্যাচে হারল তারা।
প্রথমে দুবে, তার পর অভিষেক তুলে নিলেন উইকেট। ৯৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে চাপে জ়িম্বাবোয়ে।
রান আউট হয়ে গেলেন সিকন্দর রাজা। জোনাথন ক্যাম্পবেলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান হলেন তিনি। দুবের ছোড়া বল উইকেট ছুঁয়ে বেরিয়ে যায়। হাল্কা ছোঁয়ায় বেল পড়ে যায়। তাতেই আউট হয়ে যান রাজা।
চতুর্থ উইকেট হারাল জ়িম্বাবোয়ে। অভিষেক শর্মার হাতে ক্যাচ দিলেন ডিয়ন মেয়ার্স। ৩৪ রান করে আউট হলেন তিনি।
এ বার উইকেট পেলেন ওয়াশিংটন সুন্দর। এলবিডব্লিউ মারুমানি। ২৭ রান করে আউট হয়ে গেলেন তিনি।
আরও একটি উইকেট হারাল জ়িম্বাবোয়ে। মুকেশের বলে আউট ব্র্যায়ান বেনেট। ১০ রান করে আউট হলেন তিনি। ক্যাচ দিলেন শিবম দুবের হাতে।
প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন মুকেশ কুমার। বোল্ড ওয়েসলি মাধেভেরে। কোনও রান না করেই আউট তিনি।
শেষ ম্যাচে ভারত ১৬৭ রান তুলল। জিততে হলে ১৬৮ রান করতে হবে জ়িম্বাবোয়েকে।
রান আউট হলেন দুবে। রিঙ্কুর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হলেন তিনি। আগের ওভারে দু'টি চার এবং একটি ছক্কা মেরে ভারতকে ১৫০ রানের গণ্ডি পাড় করিয়েছিলেন তিনি। সেই দুবে ফিরলেন ২৬ রান করে।
৫৮ রান করে ফিরলেন সঞ্জু। তিনি শেষ পর্যন্ত থাকলে আরও বেশি রান উঠতে পারত। কিন্তু সঞ্জুর উইকেট হারাল ভারত। ক্রিজ়ে রিঙ্কু সিংহ এবং শিবম দুবে।
ভারতের প্রথম তিন ব্যাটার রান না পেলেও দলকে টানলেন সঞ্জু স্যামসন। অর্ধশতরান করলেন তিনি। দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সঞ্জু।
ভেঙে গেল ভারতের ৬৫ রানের জুটি। আউট রিয়ান পরাগ। ব্র্যান্ডন মাভুতার বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন তিনি। ২২ রান করে আউট রিয়ান।
সঞ্জু এবং রিয়ান মিলে ৫০ রানের জুটি গড়ে ফেললেন। তাঁরা উইকেট পড়া আটকে রান তুলতে শুরু করেন। তাঁদের সেই জুটিই ভারতকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেয়।
৭৫ রান তুলেছে ভারত। সঞ্জু এবং রিয়ান মিলে ইনিংস গড়ার চেষ্টা করছেন। বড় শটও খেলছেন।
তিন উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান তুলেছে ভারত। সাত রান প্রতি ওভার করে তুলছেন সঞ্জু স্যামসনেরা।
একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। তিনটি উইকেট চলে গেল। আউট শুভমনও। ৪০ রানের মধ্যে তিনটি উইকেট চলে গেল ভারতের। রিচার্ড গারাভার বলে ক্যাচ তুলে দিলেন ভারত অধিনায়ক।
ব্লেসিং মুজারাবানির বলে আউট অভিষেক। ১১ বলে ১৪ রান করে আউট হয়ে গেলেন তরুণ ব্যাটার। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন অভিষেক। তাঁর ক্যাচ ফেলেছিল জ়িম্বাবোয়ে। কিন্তু সেটার সুবিধা নিতে পারলেন না অভিষেক।
প্রথম ওভারেই আউট যশস্বী। সিকন্দর রাজার বলে বোল্ড হয়ে গেলেন তিনি। প্রথম দু'টি বলে যদিও ছক্কা মারেন যশস্বী।
দলে ফিরলেন মুকেশ কুমার। বিশ্রাম দেওয়া হয়েছে খলিল আহমেদকে। বিশ্রাম দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কেও। সেই জায়গায় রিয়ান পরাগকে দলে নেওয়া হয়েছে।