শুভমন গিল। —ফাইল চিত্র।
২ উইকেটে হেরে গেল ভারত। টি-টোয়েন্টি সিরিজ়ে ব্যর্থ ভারতের ব্যাটিং।
সাত উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। পুরান, পাওয়েল এবং হোল্ডার আউট মাত্র দু’রানের ব্যবধানে। পুরানকে আউট করেন মুকেশ। শেফার্ড রান আউট হয়ে যান। হোল্ডার স্টাম্পড হন চহালের বলে।
পাওয়েল আউট হার্দিকের বলে। ১৯ বলে ২১ রান করে আউট তিনি। অধিনায়কের বলে অধিনায়ক আউট।
২৯ বলে ৫০ করলেন পুরান। তাঁর দাপটে জয়ের পথে এগিয়ে চলেছে ক্যারিবিয়ান বাহিনী।
এক ওভারে ১৮ রান দিলেন বিষ্ণোই। তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া ক্যারিবিয়ান শিবিরকে অক্সিজেন দিলেন তিনি। পুরান তাঁর ওভারে একটি ছক্কা এবং তিনটি চার মারলেন।
আরও একটি উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। ১৫৩ রান তাড়া করতে নেমে তিন উইকেট চলে গেল ক্যারিবিয়ানদের। ভারতকে ম্যাচে ফেরাচ্ছেন হার্দিকেরা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫২ রান তুলল ভারত। তিলক বর্মা ছাড়া কোনও ব্যাটারই ভারতের ভরসা হয়ে উঠতে পারলেন না।
ব্যাট হাতে মাত্র ১৪ রান করে আউট অক্ষর। শেষ ওভারের প্রথম বলেই আউট হয়ে দলকে আরও বিপদে ফেললেন তিনি।
২৪ রান করে আউট হার্দিক। জোসেফের বলে বোল্ড হলেন তিনি। বড় তোলার পথে বাধা হয়ে দাঁড়াল পর পর উইকেট হারানো।
৫১ রান করে আউট হয়ে গেলেন তিলক। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারাল ভারত। হোসেইনের শর্ট বলে বড় শত মারতে গিয়ে ক্যাচ দিলেন তিলক।
১০৬ রান তুলল ভারত। চার উইকেট হারিয়েছে ভারত। লড়ছেন তিলক বর্মা। একের পর বাউন্ডারি মেরে দলকে লড়াই করার মতো রান তুলতে সাহায্য করতে চাইছেন।
এ বার আউট সঞ্জু। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হলেন তিনি। চতুর্থ উইকেট হারাল ভারত। আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে হার্দিকেরা।
প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে ভারত। ইতিমধ্যেই আউট হয়ে ফিরে গিয়েছেন শুভমন, সূর্যকুমার এবং ঈশান। ক্রিজে রয়েছেন সঞ্জু এবং তিলক।
রোমারিয়ো শেফার্ডের বলে বোল্ড ঈশান কিশন। ইয়র্কার লেংথে থাকা বল বুঝতেই পারলেন না ভারতীয় ওপেনার। ২৭ রানে আউট তিনি।
রান আউট হলেন সূর্যকুমার। পর পর উইকেট হারাচ্ছে ভারত। ঈশান কিশন ব্যাট করছিলেন। তিনি স্কোয়ার লেগে বলটি ঠেলে দিয়েই রান নিতে গেলেন। কাছে ছিলেন কাইল মেয়ার্স। এক থ্রোয়ে উইকেট ভেঙে দিলেন তিনি। আউট সূর্য।
জোসেফ আলজারির বলে ফ্লিক করতে গিয়ে আউট শুভমন। ডিপ থার্ডম্যানে ক্যাচ ধরলেন হেটমেয়ার। মাত্র সাত রান করে আউট শুভমন।