রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ছবি: টুইটার।
ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস এবং ১৪১ রানে হারিয়ে দিল ভারত। প্রথম টেস্ট জিতে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল তারা।
দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিলেন অশ্বিন। প্রায় একাই শেষ করে দিলেন ওয়েস্ট ইন্ডিজ়কে।
অশ্বিনের বলে কর্নওয়াল। অষ্টম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়।
অশ্বিনের বলে ক্যাচ দিলেন অ্যাথানেজ। শুভমনের হাতে বল জমা পড়তেই লাফিয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটারেরা। ষষ্ঠ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। এখনও ১৯১ রানে পিছিয়ে তারা।
সিরাজের বলে এলবিডব্লিউ হলেন সিলভা। পঞ্চম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়।
একের পর এক উইকেট হারাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়। এ বার জাডেজার বলে আউট রেফার। ৩৪ রানে চার উইকেট চলে গেল ওয়েস্ট ইন্ডিজ়ের।
জারম্যাইন ব্ল্যাকউডকে ফেরালেন অশ্বিন। এলবিডব্লিউ হলেন ক্যারিবিয়ান ব্যাটার। মাত্র ৫ রান করে আউট তিনি। ৩২ রানে তিন উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়।
দুই উইকেট চলে গিয়েছে ক্যারিবিয়ানদের। জাডেজা এবং অশ্বিন একটি করে উইকেট নিয়েছেন। চা বিরতিতে ২৭ রানে ২ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়।
এ বার আউট ব্রেথওয়েট। দুই ওপেনারকেই হারাল ওয়েস্ট ইন্ডিজ়। লেগ স্লিপে দাঁড়ানো রাহানের হাতে ক্যাচ দিলেন ক্যারিবিয়ান অধিনায়ক।
আউট ত্যাগনারাইন চন্দ্রপল। ভারতীয় স্পিনারেরা আক্রমণ করতে শুরু করেছেন। জাডেজার বলে এলবিডব্লিউ হলেন চন্দ্রপল। রিভিউ নিয়েও লাভ হল না। আট রানে প্রথম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়।
২৭১ রানে এগিয়ে থেকে ডিক্লেয়ার দিল ভারত। ঈশান কিশন অভিষেক ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন। তিনি এক রান করতেই ডিক্লেয়ার দিল ভারত। ২০ বল খেলে এক রান করেন ঈশান।
কর্নওয়ালের বলে আউট বিরাট। ৭৬ রান করে ফিরলেন তিনি। লেগ স্লিপে ক্যাচ দিলেন বিরাট।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৪০০ রান ভারতের। মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই ২৫০ রানের লিড নিল তারা। বিরাট অপরাজিত ৭২ রানে। জাডেজা ব্যাট করছেন ২১ রানে।
টেস্টে ২৯তম অর্ধশতরান করে ফেললেন বিরাট। যশস্বীর সঙ্গে ১১০ রানে জুটি গিরেন তিনি। যশস্বী এবং রাহানে ফেরার পর জাডেজার সঙ্গে জুটি গড়ছেন বিরাট।
রান পেলেন না রাহানে। মাত্র তিন রান করে আউট ভারতের সহ-অধিনায়ক। কেমার রোচের বলে বাউন্স বুঝতে ভুল করেন রাহানে। কভার ড্রাইভ মারতে গিয়ে ক্যাচ দিলেন ব্ল্যাকউডের হাতে।
আলজারি জোসেফের বলে আউট হলেন যশস্বী। টেস্ট অভিষেকে ১৭১ রান করলেন তিনি। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তরুণ ওপেনার।
অভিষেক ম্যাচে ১৫০ রান করে ফেললেন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ইনিংসে এই রান করেছিল।