অক্ষর পটেল। —ফাইল চিত্র।
ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচেই হার ভারতের। শেষ বলে ৬ রান প্রয়োজন ছিল। কিন্তু এক রানের বেশি নিতে পারেননি মুকেশ। ব্যাটিং বিপর্যয়ে ভুগল ভারত।
রান আউট হয়ে গেলেন স্যামসন। কাইল মেয়ার্সের ছোড়া বলে আউট হয়ে গেলেন তিনি। ষষ্ঠ উইকেট হারাল ভারত। এখনও ৩৭ রান প্রয়োজন জেতার জন্য।
পুল করতে গিয়ে আউট তিলক বর্মা। অভিষেক ম্যাচে ২২ বলে ৩৯ রান করে গেলেন তিনি। দুই ওপেনারকে হারানোর পর ভারতকে লড়াইয়ে রাখার চেষ্টা করছিলেন তিলকই।
হেটমেয়ারের বাঁদিকে শরীর ছুড়ে দুরন্ত ক্যাচ নিলেন। জেসন হোল্ডারের বলে অফসাইডে খেলতে গিয়েছিলেন সূর্য। কিন্তু এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা হেটমেয়ার সেই বল তালুবন্দি করলেন। ২১ রান করে আউট সূর্য।
বড় শট খেলতে গিয়ে আউট হলেন ঈশান। মাত্র ছ'রান করে আউট হলেন তিনি। দুই ওপেনারকেই হারাল ভারত।
শুভমন আউট মাত্র তিন রান করে। আকিল হোসেনের বলে স্টাম্পড হলেন ভারতীয় ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজ় ২০ ওভারে তুলল ১৪৯ রান। মুকেশ ডেথ ওভারে বল করেন। খুব কম রান দিয়েছেন তিনি। আগামী দিনে ডেথ ওভারে ভারতের হয়ে ধারাবাহিক ভাবে বল করতে দেখা যাবে কি না সেটা সময় বলবে। কিন্তু অভিষেক ম্যাচেই ডেথ ওভারে বল করার চাপ নিলেন তিনি অনায়াসেই।
১০৭ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ়। চার উইকেট হারালেও লড়াই করার চেষ্টা করছে তারা।
কুল-চা জুটিতে তিন উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানেরা। নিকোলাস পুরান ভরসা দিচ্ছেন দলকে। ১০ ওভারে ৬৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ়।
কুলদীপের বলে আউট জনসন চার্লস। তিলক বর্মা ডিপ মিডউইকেট থেকে বাঁদিকে দৌড়ে এসে বলটিকে তালুবন্দি করলেন। ৫৮ রানে তিন উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়।
পর পর উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। দুই ওপেনারই সাজঘরে। ৫ ওভার তাদের স্কোর ৪০/২। ক্রিজে নিকোলাস পুরান। যিনি মাঠে নেমেই একটি চার এবং একটি ছক্কা মেরেছেন।
এক ওভারে দু’উইকেট পেলেন চহাল। দুই ওপেনারকেই আউট করলেন ভারতীয় স্পিনার।
এক দিনের সিরিজ়ে সুযোগ পাননি যুজবেন্দ্র চহাল। টি-টোয়েন্টি সিরিজ়ে এসেই উইকেট তুলে নিলেন তিনি।
প্রথম দু’ওভারে ১৬ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ়। আরশদীপ এবং মুকেশ নতুন বলে করছে। এখনও কোনও উইকেট নিতে পারেননি তাঁরা।
প্রথম টি-টোয়েন্টিতে টসে হারলেন হার্দিক পাণ্ড্য। প্রথমে বল করবে ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ক্যারিবিয়ান অধিনায়কের।