India Vs West Indies

১৫০ রান তাড়া করতে নেমে ১৪৫ রানে শেষ অক্ষরেরা, কোন পথে হারল ভারত?

১৫০ রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই শুভমন গিলের উইকেট হারায়। টেস্ট এবং এক দিনের সিরিজ়ে রান পাচ্ছিলেন না শুভমন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৯:২৭
Share:

অক্ষর পটেল। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২৩:৫৪ key status

৪ রানে হার ভারতের

ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচেই হার ভারতের। শেষ বলে ৬ রান প্রয়োজন ছিল। কিন্তু এক রানের বেশি নিতে পারেননি মুকেশ। ব্যাটিং বিপর্যয়ে ভুগল ভারত।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২৩:২৩ key status

আউট স্যামসন

রান আউট হয়ে গেলেন স্যামসন। কাইল মেয়ার্সের ছোড়া বলে আউট হয়ে গেলেন তিনি। ষষ্ঠ উইকেট হারাল ভারত। এখনও ৩৭ রান প্রয়োজন জেতার জন্য।

Advertisement
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২৩:০০ key status

আউট তিলক

পুল করতে গিয়ে আউট তিলক বর্মা। অভিষেক ম্যাচে ২২ বলে ৩৯ রান করে গেলেন তিনি। দুই ওপেনারকে হারানোর পর ভারতকে লড়াইয়ে রাখার চেষ্টা করছিলেন তিলকই।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২২:৪৯ key status

আউট সূর্যকুমার

হেটমেয়ারের বাঁদিকে শরীর ছুড়ে দুরন্ত ক্যাচ নিলেন। জেসন হোল্ডারের বলে অফসাইডে খেলতে গিয়েছিলেন সূর্য। কিন্তু এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা হেটমেয়ার সেই বল তালুবন্দি করলেন। ২১ রান করে আউট সূর্য।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২২:২২ key status

আউট ঈশান

বড় শট খেলতে গিয়ে আউট হলেন ঈশান। মাত্র ছ'রান করে আউট হলেন তিনি। দুই ওপেনারকেই হারাল ভারত।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২২:২২ key status

আউট শুভমন

শুভমন আউট মাত্র তিন রান করে। আকিল হোসেনের বলে স্টাম্পড হলেন ভারতীয় ওপেনার। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২১:৫১ key status

ভারতের লক্ষ্য ১৫০ রান

ওয়েস্ট ইন্ডিজ় ২০ ওভারে তুলল ১৪৯ রান। মুকেশ ডেথ ওভারে বল করেন। খুব কম রান দিয়েছেন তিনি। আগামী দিনে ডেথ ওভারে ভারতের হয়ে ধারাবাহিক ভাবে বল করতে দেখা যাবে কি না সেটা সময় বলবে। কিন্তু অভিষেক ম্যাচেই ডেথ ওভারে বল করার চাপ নিলেন তিনি অনায়াসেই। 

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২১:১৮ key status

১৫ ওভার শেষে

১০৭ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ়। চার উইকেট হারালেও লড়াই করার চেষ্টা করছে তারা।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২০:৫৩

১০ ওভার শেষে

কুল-চা জুটিতে তিন উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানেরা। নিকোলাস পুরান ভরসা দিচ্ছেন দলকে। ১০ ওভারে ৬৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ়।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২০:৪৩ key status

এ বার উইকেট কুলদীপের

কুলদীপের বলে আউট জনসন চার্লস। তিলক বর্মা ডিপ মিডউইকেট থেকে বাঁদিকে দৌড়ে এসে বলটিকে তালুবন্দি করলেন। ৫৮ রানে তিন উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২০:২৭

৫ ওভার শেষে

পর পর উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। দুই ওপেনারই সাজঘরে। ৫ ওভার তাদের স্কোর ৪০/২। ক্রিজে নিকোলাস পুরান। যিনি মাঠে নেমেই একটি চার এবং একটি ছক্কা মেরেছেন।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২০:২৪ key status

দ্বিতীয় উইকেট চহালের

এক ওভারে দু’উইকেট পেলেন চহাল। দুই ওপেনারকেই আউট করলেন ভারতীয় স্পিনার।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২০:২১ key status

উইকেট পেলেন চহাল

এক দিনের সিরিজ়ে সুযোগ পাননি যুজবেন্দ্র চহাল। টি-টোয়েন্টি সিরিজ়ে এসেই উইকেট তুলে নিলেন তিনি।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ২০:১২

২ ওভারে ১৬ রান

প্রথম দু’ওভারে ১৬ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ়। আরশদীপ এবং মুকেশ নতুন বলে করছে। এখনও কোনও উইকেট নিতে পারেননি তাঁরা।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৯:৩৪ key status

টস হারল ভারত

প্রথম টি-টোয়েন্টিতে টসে হারলেন হার্দিক পাণ্ড্য। প্রথমে বল করবে ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ক্যারিবিয়ান অধিনায়কের।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৯:২৬ key status

টি-টোয়েন্টিতে অভিষেক মুকেশের

টেস্ট, এক দিনের ক্রিকেটের পর এ বার ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হল মুকেশের। অভিষেক ম্যাচ খেলতে নামছেন তিলক বর্মাও। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement