হার্দিক পাণ্ড্য। ছবি: এএফপি।
পাকিস্তান এখনও ব্যাট করতে নামতে পারেনি। বৃষ্টির কারণে খেলা শুরু করা সম্ভব হয়নি। খেলা শুরু হলেও ওভার কমবে। নিয়ম কী? রাত ৯টার সময় আম্পায়ারেরা মাঠে নেমে দেখবেন খেলা শুরু করা যায় কি না।
পাকিস্তানের বিরুদ্ধে ২৬৬ রান তুলল ভারত। জয়ের জন্য পাকিস্তানের চাই ২৬৭ রান।
শাহিনের ওভারের শেষ বলে আউট হয়েছিলেন জাডেজা। নাসিম বল করতে এসেই তুলে নিলেন শার্দূলকে। পর পর উইকেট হারিয়ে আবার চাপে ভারত।
শাহিন ফিরতেই উইকেট নিলেন। হার্দিককে আউট করলেন তিনি। ৮৭ রান করে আউট হার্দিক।
ঈশান ফিরলেও লড়াই করছেন হার্দিক। ৮০ রান করে ফেলেছেন তিনি। সঙ্গী রবীন্দ্র জাডেজা।
ভারতীয় সমর্থকেরা আশা করেছিলেন ঈশান কিশন শতরান করবেন। ৮২ রান করে আউট হলেন তিনি। শতরান থেকে ১৮ রান দূরে থেমে গেল ভারতীয় উইকেটরক্ষকের ইনিংস। রউফের বলে বড় শট খেলতে গিয়ে ঈশান ক্যাচ দিলেন বাবরের হাতে।
৬২ বলে অর্ধশতরান করলেন হার্দিক। এক দিনের ক্রিকেটে এটি তাঁর একাদশতম অর্ধশতরান। ৩৫ ওভারে ১৮৩ রান তুলল ভারত।
শেষ ১০ ওভারে উইকেট হারায়নি ভারত। ৫ রান প্রতি ওভার গড়ে রান তুলছে তারা। ঈশান এবং হার্দিকের জুটিতে ভরসা রাখছে ভারত।
চার উইকেট হারানোর পর থেকে ঈশান লড়াইটা শুরু করেছিলেন। তিনি এক দিনের ক্রিকেটে সপ্তম অর্ধশতরান করে ফেললেন।
পরিস্থিতি কিছুটা সামাল দিলেন ঈশান কিশনেরা। অর্ধশতরানের পথে বাঁহাতি ব্যাটার। হার্দিক ৩০ রানে ব্যাট করছেন।
চার উইকেট হারিয়ে বেশ চাপে ভারত। ২০ ওভার লেগে গেল ১০০ রান তুলতে। ভারতের হয়ে লড়াই করছেন ঈশান কিশন এবং হার্দিক পাণ্ড্য। তবে পেসারদের মতো দাপট দেখাতে পারছেন না পাকিস্তানের স্পিনারেরা।
প্রথম চার ব্যাটার আউট হওয়ার পর রান রেট ঠিক রাখার দায়িত্ব পালন করছেন ঈশান কিশন। ২৯ বলে ২৯ রান করেছেন তিনি।
ওপেন করতে নেমেছিলেন শুভমন গিল। খেললেন ৩২টি বল। করলেন ১০ রান। হ্যারিস রউফের বল তিনি টেনে আনলেন উইকেটে। বোল্ড হলেন শুভমনও। ভারতের প্রথম তিন ব্যাটারই বোল্ড হলেন।
১৪তম ওভারে স্পিনার নিয়ে এল পাকিস্তান। শাদাব খান বল করতে এলেন। প্রথম ১৩ ওভার পেসার বল করলেন। সেই ওভারগুলিতে তিন উইকেট হারিয়ে ভারত ৬৩ রান তুলেছে। পাঁচ ওভার করে বল করেছেন শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ। তিন ওভার বল করেছেন হ্যারিস রউফ।
বৃষ্টি শুরু হয়েছে। আবার বন্ধ খেলা। গত বার বৃষ্টির পর খেলা শুরু হতেই রোহিত আউট হয়ে গিয়েছিলেন। তিনটি উইকেট পর পর চলে গেল ভারতের। ১১.২ ওভারে ৫১ রান তুলেছে তারা।
৪৮ রানের মধ্যে তিন উইকেট চলে গেল ভারতের। শাহিন আফ্রিদি নিলেন দু’উইকেট। একটি উইকেট নিলেন হ্যারিস রউফ। রোহিত শর্মা (১১), বিরাট কোহলি (৪) এবং শ্রেয়স আয়ার (১৪) আউট।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
হ্যারিস রউফের বলে পুল করতে গিয়ে আউট হলেন শ্রেয়স আয়ার।
স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে আনলেন বিরাট। শাহিন পর পর দু’ওভারে ফিরিয়ে দিলেন ভারতের অন্যতম দুই সেরা ব্যাটারকে।