সরফরাজ় খান। —ফাইল চিত্র।
গ্লেন ফিলিপ্সের বলে আউট বিরাট। ৭০ রানের নিখুঁত ইনিংসের শেষ হল দিনের শেষ বলে। ফিলিপ্সের বলে খোঁচা দিলেন বিরাট। নিজেও বোঝেননি বল ব্যাটে লেগেছে। ক্যাচ উইকেটরক্ষকের হাতে। ১০২ বলে ৭০ রান করে আউট বিরাট।
এই বছর টেস্টে প্রথম বার ৫০ রানের গণ্ডি পার করলেন বিরাট। সরফরাজ়ের সঙ্গে ১০০ রানের জুটি গড়লেন তিনি। তাঁদের ব্যাটেই ম্যাচে ফেরার আশা দেখছেন ভারতীয় সমর্থকেরা।
রোহিত এবং যশস্বী আউট হওয়ার পর ভারতকে টানছেন সরফরাজ় এবং বিরাট। ইতিমধ্যেই সরফরাজ় অর্ধশতরান করে ফেলেছেন। সে পথে এগচ্ছেন বিরাটও। তাঁরা ৯৩ রানের জুটি গড়ে ফেলেছেন।
দুর্ভাগ্য রোহিতের। আজাজ পটেলের বলে ডিফেন্স করেছিলেন তিনি। ভারত অধিনায়কের ব্যাটে বল লেগে তা মাটিতে ড্র খেয়ে উইকেটে লাগে। ভারত ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করছে। সেই মুহূর্তে যশস্বী এবং রোহিতের উইকেট হারাল। ৫২ রান করে আউট হলেন রোহিত।
যে সময় ইনিংস গড়া প্রয়োজন ছিল, সেই সময় হঠাৎ আজাজ পটেলের বলে ক্রিজ় ছেড়ে এগিয়ে আসেন যশস্বী। বল ব্যাটে লাগেনি। চলে যায় নিউ জ়িল্যান্ডের উইকেটরক্ষকের হাতে। স্টাম্পড হন যশস্বী। কিন্তু এটাই বোঝা কঠিন যে, যশস্বী হঠাৎ এগিয়ে এসে শট খেলতে গেলেন কেন? টেস্টে এখনও অনেকটা সময় বাকি। ধরে খেলা প্রয়োজন ছিল। সেই সময়ই উইকেট হারাল ভারত। বলা যায়, যশস্বী নিজের উইকেট উপহার দিয়ে এলেন।
রাচিনের ব্যাটে ভর করে ৪০২ রান তুলল নিউ জ়িল্যান্ড। লিড নিল ৩৫৬ রানে। রোহিত শর্মাদের সামনে রানের পাহাড়। প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে যাওয়া দলকে এ বার ঘুরে দাঁড়াতে হবে। সেই লক্ষ্যেই ব্যাট করতে নামবেন রোহিতেরা।
কুলদীপের বলে এলবিডব্লিউ হলেন আজাজ পটেল। এর আগেও আউট ছিলেন তিনি। কিন্তু আম্পায়ার আউট দেননি, ভারতও রিভিউ নেয়নি। তাই সে বার বেঁচে গিয়েছিলেন আজাজ। তবে এ বার আম্পায়ার আউট দেওয়ার পর নিজে রিভিউ নিলেও উইকেট বাঁচেনি। নবম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
ভারতের বিরুদ্ধে বড় রানের লিড নিচ্ছে নিউ জ়িল্যান্ড। ইতিমধ্যেই ৩৩৭ রানে এগিয়ে গিয়েছে তারা। রাচিন রবীন্দ্র অনায়াসে স্পিন খেলছেন। অশ্বিন, জাডেজা, কুলদীপের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ১০০-র বেশি।
রাচিনের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন টিম সাউদি। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সিরাজের বলে আউট হওয়ার আগে দলকে ৩০০ রানের বেশি লিড নিতে সাহায্য করেন তিনি।
বেঙ্গালুরুতে রাচিন রবীন্দ্রের দাদু, দিদিমা থাকেন। সেই শহরে খেলতে এসে শতরান করলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার। ভারতীয় বোলারদের উপর রীতিমত দাপট দেখাচ্ছেন রাচিন। নিউ জ়িল্যান্ড প্রথম টেস্টে প্রায় ৩০০ রানের লিড নিয়েছে। তার অনেকটাই রাচিনের ব্যাটে ভর করে।
ভারত প্রথম ইনিংসে করেছিল মাত্র ৪৬ রান। ফলে লিড নিতে অসুবিধা হয়নি কিউইদের। শুক্রবার প্রথম সেশনেই সেই লিড ২০০ রান পার করল। অর্ধশতরান করলেন রাচিন রবীন্দ্র।
জাডেজার বলে এ বার বোল্ড ম্যাট হেনরি। জাডেজার বল সোজা উইকেটে ছিল। হেনরির পা নড়েনি। ব্যাট নামার আগেই বোল্ড হলেন তিনি।
রবীন্দ্র জাডেজার বলে বোল্ড গ্লেন ফিলিপ্স। বলের লাইন বুঝতে পারেননি কিউই ব্যাটার। তাঁর পা এবং ব্যাটের মাঝ খান দিয়ে বল চলে যায় উইকেটে। ১৪ রান করে আউট ফিলিপ্স।
টম ব্লান্ডেলকে ফেরালেন বুমরা। স্লিপে ক্যাচ দিলেন কিউই উইকেটরক্ষক। বুমরার বলে খোঁচা দিলেন ব্লান্ডেল। বল চলে যায় স্লিপে দাঁড়ানো লোকেশ রাহুলের হাতে। ৮ বলে ৫ রান করে আউট ব্লান্ডেল।
ড্যারিল মিচেলকে ফেরালেন সিরাজ। ৪৯ বলে ১৮ রান করে আউট কিউই ব্যাটার। সকাল থেকেই ব্যাটারদের উপর চাপ তৈরি করছিলেন সিরাজ। সেটার ফল পেলেন। মিচেলের ব্যাটে লেগে বল চলে যায় গালিতে। ক্যাচ ধরতে গিয়ে হাতে লাগে যশস্বী জয়সওয়ালের। আপাতত মাঠের বাইরে তিনি।
বৃহস্পতিবার চোট পেয়েছিলেন পন্থ। শেষ দিকে উইকেটরক্ষক হিসাবে খেলতে নেমেছিলেন ধ্রুব জুরেল। শুক্রবার সকালেও জুরেলই নামলেন। পন্থ এখনও খেলার জন্য তৈরি নন। তবে ব্যাটার পন্থকে না পেলে সমস্যা বাড়বে ভারতের।