সরাসরি
Bangladesh tour of India 2024

চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংস শেষ ৩৭৬ রানে, শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

রোহিতদের হাসি উড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। যদিও দিনের শেষে তাঁদের মুখে হাসি ফিরে এল। নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। প্রথম দিনের শেষে ভারত ৩৩৯/৬।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৭
Share:

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: পিটিআই।

সংক্ষেপে
প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩৩৯/৬।
শতরান করেন অশ্বিন। তিনি ১০২ রানে অপরাজিত ছিলেন।
অশ্বিন-জাডেজা জুটিতে ওঠে ১৯৫ রান।
ব্যর্থ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি এবং লোকেশ রাহুল।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৪ key status

অষ্টম ওভারেই অশ্বিন

ব্যাট হাতে ১১৩ রান করা অশ্বিনের হাতে বল তুলে দিলেন রোহিত। বাংলাদেশের ইনিংসে মাত্র ৭ ওভার খেলা হয়েছে। বল করছেন অশ্বিন। যে পিচে বাংলাদেশের পেসারেরা দাপট দেখালেন, সেখানে দ্রুত স্পিন আক্রমণে ভারত। মধ্যাহ্নভোজের আগে আরও উইকেট চাইছেন রোহিত শর্মারা। সেই কারণেই অভিজ্ঞ অশ্বিনের হাতে নতুন বল তুলে দেওয়া হয়েছে। আকাশ দীপ বল করছেন অন্য প্রান্ত থেকে। 

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৫ key status

উইকেট নিলেন বুমরা

প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন বুমরা। বাংলাদেশের ওপেনার শাদমান ইসলামকে বোল্ড করেন তিনি। বাঁহাতি ব্যাটারকে ওভারের প্রথম পাঁচটি বল রাউন্ড দ্য উইকেট করেছিলেন বুমরা। শেষ বলটি করেন আরাউন্ড দ্য উইকেট। তাতেই আউট শাদমান। বুঝতেই পারেননি বুমরার বলের লাইন। ছেড়ে দিয়েছিলেন বলটি। উইকেট ভেঙে দেয় সেই বল। ২ রান করে আউট শাদমান।

Advertisement
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪০ key status

ভারতের ইনিংস শেষ ৩৭৬ রানে

হাসান মাহমুদের বলে যশপ্রীত বুমরা আউট হতেই শেষ ভারতের ইনিংস। ৩৭৬ রান তুলল ভারত। ১১৩ রান করেন অশ্বিন। দ্বিতীয় দিনের শুরুতে এক ঘণ্টার মধ্যে শেষ ভারতের ইনিংস। দ্বিতীয় দিনে কোনও রান করতে পারেননি জাডেজা। ৮৬ রানে আউট হন তিনি। আকাশ দীপ করেন ১৭ রান। 

বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিলেন মাহমুদ। তাসকিন নিলেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন নাহিদ রানা এবং মেহেদি হাসান মিরাজ।

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৩ key status

আউট অশ্বিন

১১৩ রান করে ফিরলেন অশ্বিন। তাসকিনের বলে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন তিনি। কিন্তু আগে ব্যাট চালিয়ে ফেলেন। বলে চলে যায় মিড অফের দিকে। পিছন দিকে দৌড়ে ক্যাচ ধরেন শান্ত।

Advertising
Advertising
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৯ key status

আউট আকাশ

বড় শট খেলতে গিয়েই আউট হলেন আকাশ। ১৭ করে আউট হলেন তিনি। তাসকিনের বলে অধিনায়ক শান্তর হাতে ক্যাচ তুলে দেন আকাশ। 

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৯ key status

ক্যাচ ফেললেন শাকিব

আকাশ দীপ নেমেই বড় শট খেলছেন। চেষ্টা করছেন দ্রুত রান করার। তাঁর ক্যাচ ফেললেন শাকিব আল হাসান। উঁচুতে উঠে যাওয়া বল ধরতে পারলেন না তিনি। ৮ রানে ব্যাট করছিলেন আকাশ। বলের বাউন্স বুঝতে পারেননি। নিজেই হতাশ এমন শট খেলার জন্য।

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৬ key status

আউট জাডেজা

প্রথম ওভারে রান দেননি তাসকিন। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তুলে নিলেন জাডেজার উইকেট। ৮৬ রান করে আউট জাডেজা। অফ স্টাম্পের বাইরের বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটনের হাতে। অশ্বিন জাডেজার জুটি ভেঙে গেল ১৯৯ রানে। বাংলাদেশ দ্বিতীয় দিনের শুরুতেই নতুন বল পেয়েছে। ফলে বলের সুইং কিছুটা বেশি। সেটাই উইকেট এনে দিল বাংলাদেশকে।

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩০ key status

শুরু দ্বিতীয় দিনের খেলা

ব্যাট করতে নামলেন অশ্বিন এবং জাডেজা। বৃহস্পতিবার ১৯৫ রানের জুটি গড়ে তাঁরা ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন। শুক্রবার সেই রানকে আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে অশ্বিনদের। বল করছেন তাসকিন আহমেদ।

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৭ key status

প্রথম দিনের শেষে

৩৪ রানে ৩ উইকেট হারিয়ে কোচ গৌতমকে আরও গম্ভীর করে দিয়েছিলেন ভারতীয় ব্যাটারেরা। আর রোহিতদের হাসি উড়িয়ে দেওয়ার নেপথ্যে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। চার উইকেট নেন তিনি। যদিও দিনের শেষে গম্ভীরের মুখে হাসি ফিরে এল। তার নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। শতরান করেন অশ্বিন। প্রথম দিনের শেষে ভারত ৩৩৯/৬।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement