জুটি গড়েছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ছবি: পিটিআই
বিরাটের পরে অর্ধশতরান করলেন রাহুলও। ৭২ বলে ৫০ রান করলেন তিনি।
ভরসা দিচ্ছেন বিরাট। ৭৫ বলে অর্ধশতরান করেছেন তিনি। ভারতের রান ১০০ পার।
ইনিংস ধরার চেষ্টা করছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। বিরাট ১৭ ও রাহুল ৭ রান করে খেলছেন।
রোহিতের পর শূন্য রানে ফিরলেন শ্রেয়স আয়ারও। ২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছে দলের। রান তাড়া করতে নেমে চাপে ভারত।
ঈশানের পর আউট রোহিতও। শূন্য রানে ফিরলেন ভারত অধিনায়ক।
প্রথম ওভারেই উইকেট হারাল ভারত। অফ স্টাম্পের বাইরের বলে লোভ সামলাতে পারেননি ঈশান কিশন। স্লিপে ক্যাচ দিলেন তিনি।
১৯৯ রানে অল আউট অস্ট্রেলিয়া। ভারতের সামনে লক্ষ্য ২০০ রান।
হার্দিকের বলে ৬ রান করে আউট জ়াম্পা। অস্ট্রেলিয়ার নবম উইকেট পড়ল।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে আউট করলেন বুমরা। অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট পড়ল ১৬৫ রানে।
ঘরের মাঠে উইকেট নিলেন অশ্বিন। ৮ রান করে আউট ক্যামেরন গ্রিন। ১৪০ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট পড়ল।
নিজের দ্বিতীয় উইকেট নিলেন কুলদীপ। ১৫ রান করে আউট গ্লেন ম্যাক্সওয়েল। ১৪০ রানে ৬ উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।
লাবুশেনের পরে অ্যালেক্স ক্যারেকে আউট করলেন জাডেজা। শূন্য রানে আউট ক্যারে। ১১৯ রানে পঞ্চম উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।
স্মিথের পরে লাবুশেনকেও ফেরালেন জাডেজা। ২৯ রান করে আউট হলেন লাবুশেন। ১১৯ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়ল।
৪৬ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট স্টিভ স্মিথ। ১১০ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।
২৫তম ওভারে ১০০ রান পার হল অস্ট্রেলিয়ার। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ ও মার্নাশ লাবুশেন। ধরে খেলছেন তাঁরা।
২০ ওভারে ৮৫ রান তুলল অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ (৩৬) এবং মার্নাস লাবুশেন (৮)।
ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন কুলদীপ যাদব। ওয়ার্নারকে ফেরালেন তিনি। ৪১ রান করে আউট ওয়ার্নার। ৭৪ রানে দ্বিতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার।