রবি বিষ্ণোই। —ফাইল চিত্র।
দ্বিতীয় টি২০ ম্যাচেও জিতে গেল ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ৪৪ রানে।
ভারতীয় বোলারদের দাপট। একের পর এক উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। ১৫২ রানে ৮ উইকেট হারিয়েছে তারা। জয়ের থেকে ক্রমশ দূরে সরছে সদ্য বিশ্বজয়ীরা।
চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া। এ বার আউট স্মিথ। প্রসিদ্ধের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। দৌড়ে এসে শরীর ছুড়ে ক্যাচ ধরলেন যশস্বী।
এ বার আউট ম্যাক্সওয়েল। ৫৩ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া। অক্ষরের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন ম্যাক্সওয়েল।
আগের ম্যাচের শতরানকারীকে ফিরিয়ে দিলেন বিষ্ণোই। দারুণ ক্যাচ নিলেন তিলক বর্মা।
বিষ্ণোইয়ের গুগলি বুঝতে না পেরে বোল্ড ম্যাথু শর্ট (১৯)। অস্ট্রেলিয়া ৩৭-১।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩৫ রান তুলল ভারত। তিন ব্যাটার অর্ধশতরান করলেন। শেষবেলায় ঝড় তুললেন রিঙ্কুও।
৯ বলে ৩১ রান করলেন রিঙ্কু। চারটি চার এবং দু'টি ছক্কা মেরেছেন তিনি। রিঙ্কুর দাপট দেখল তিরুঅনন্তপুরমও।
শেষ ওভারে বড় শট খেলার লক্ষ্য নিয়েছিলেন রুতুরাজ। তাতেই আউট হলেন তিনি। ৪৩ বলে ৫৮ রান করে আউট রুতুরাজ।
১০ বলে ১৯ রান করে আউট সূর্যকুমার। ভারত অধিনায়ক বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন স্টোইনিসের হাতে।
ওপেনার রুতুরাজ অর্ধশতরান করলেন। ভারতের প্রথম তিন ব্যাটারই অর্ধশতরান করলেন। তাঁদের দাপটে বড় রানের পথে ভারত।
ছক্কা মেরে অর্ধশতরান করলেন ঈশান। ২৯ বলে অর্ধশতরান পার করলেন তিনি।
১০৬ রান তুলেছে ভারত। যশস্বী আউট হলেও ক্রিজে রয়েছেন অন্য ওপেনার রুতুরাজ। তাঁর সঙ্গী এখন ঈশান কিশন।
অর্ধশতরান করেই আউট যশস্বী। ২৫ বলে ৫৩ রান করলেন তিনি। দু'টি ছক্কা এবং ন'টি চার মেরেছেন যশস্বী।
২৪ বলে অর্ধশতরান করলেন যশস্বী। তিনি ৯০ শতাংশ রান বাউন্ডারি মেরে তুলেছেন।
দ্রুত রান তুলছে ভারত। দুই ওপেনারই বড় শট খেলছেন। ৫ ওভারেই ৬২ রান তুলে নিয়েছে ভারত।