উইকেটের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উল্লাস। —ফাইল চিত্র।
তৃতীয় উইকেট হারাল ইংল্যান্ড। জ্যাক ক্রলিকে আউট করলেন মার্শ। স্লিপে ক্যাচ দিলেন ক্রলি। ৬৫ রানে তিন উইকেট চলে গেল ইংল্যান্ডের।
তিন নম্বরে নেমে আউট ব্রুকও। দ্বিতীয় উইকেট নিলেন কামিন্স। স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ব্রুক। অলি পোপ চোটের কারণে ছিটকে যাওয়ার পর ব্রুককে তিন নম্বরে নামায় ইংল্যান্ড। কিন্তু তিনি রান পেলেন না।
ওপেনার ডাকেটকে হারাল ইংল্যান্ড। প্যাট কামিন্সের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি পিছন দিকে অনেকটা লাফিয়ে বলটি তালুবন্দি করলেন।
অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল ২৬৩ রানে। মার্ক উড একাই নিলেন পাঁচ উইকেট। মিচেল মার্শ শতরান করলেও অস্ট্রেলিয়ার বাকি ব্যাটারদের কেউ ৫০ রান করতে পারেননি। ট্রেভিস হেড ৩৯ রান করেন। শততম টেস্টে স্টিভ স্মিথ করেন ২২ রান।
একের পর এক উইকেট হারাচ্ছে অস্ট্রেলিয়া। উডের বলে এলবিডব্লিউ কামিন্স (০)।
টিকতে পারলেন না হেডও। ৩৯ রানে আউট তিনি। চা-বিরতির পরেই উইকেট হারাল অস্ট্রেলিয়া।
আউট মার্শ। ওকসের বলে ক্রলির হাতে ক্যাচ দিয়ে ১১৮ রানে ফিরলেন তিনি। একইসঙ্গে চা-বিরতি হল।
তৃতীয় টেস্টে সুযোগ পেয়েই শতরান করলেন মিচেল মার্শ। বিপদ থেকে একার হাতে দলকে টেনে তুললেন তিনি।
১৪৭ রান তুলে নিল অস্ট্রেলিয়া। গ্রিনের বদলে দলে আসা মিচেল মার্শ এবং ট্রেভিস হেড দলকে টানছেন। স্মিথ, লাবুশেনরা আউট হওয়ার পর তাঁরাই এখন দলের ভরসা। চার উইকেট চলে গিয়েছে অস্ট্রেলিয়ার।
প্রথম সেশনেই চার উইকেট হারাল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বোলারদের দাপট দেখা গেল হেডিংলেতে। দু’টি উইকেট নিলেন ব্রড। একটি করে উইকেট নিলেন ওকস এবং উড। গতির দাপট দেখা গেল উডের বলে। গড়ে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে গেলেন তিনি।
চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ব্রডের বলে আউট হলেন স্মিথ। বল অস্ট্রেলিয়ার ব্যাটারের ব্যাটে লেগে উইকেটরক্ষকের হাতে যায়। স্মিথ নিজেই বুঝতে পারেননি। রিভিউ নিয়েছিলেন, কিন্তু সেখানেও দেখা যায় তিনি আউট।
উইকেট পেলেন ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার লাবুশেনকে ফেরালেন তিনি। স্লিপে ক্যাচ দিলেন লাবুশেন। ২১ রান করে আউট তিনি। অস্ট্রেলিয়ার স্কোর ৬১/৩।
স্টিভ স্মিথ তাঁর শততম টেস্ট খেলতে নেমেছেন। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং স্মিথকে ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই রেখেছেন। দুই ওপেনারকে হারানো অস্ট্রেলিয়ার দায়িত্ব এখন স্মিথের কাঁধে। সঙ্গী লাবুশেন।
মার্ক উডের গতির কাছে হার মানলেন খোয়াজা। ১৫২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে আসা বল ব্যাটে লেগে মিডল স্টাম্প উড়িয়ে দিল অস্ট্রেলিয়ার ওপেনারের।
ওয়ার্নার আউট হলেও অস্ট্রেলিয়ার ওপেনার খোয়াজা এবং তিন নম্বরে নামা লাবুশেন ক্রিজে থিতু হচ্ছেন। ১২ ওভারে ৪০ রান তুলে নিয়েছেন তাঁরা।
ওয়ার্নারের উইকেট তুলে নিলেন ব্রড। প্রথম ওভারেই উইকেট পেলেন ইংরেজ পেসার। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে ক্যাচ দিলেন ওয়ার্নার। এর আগেও বার বার একই ভাবে ওয়ার্নারকে আউট করেছেন ব্রড।
ইংল্যান্ড দলেও চোটের কারণে নেই অলি পোপ। তাঁর জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন হ্যারি ব্রুক। দলে ক্রিস ওকসকে আনা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে জেমস অ্যান্ডারসনকে। তাঁর জায়গায় দলে ফিরেছেন মইন আলি। জস টাংয়ের জায়গায় নেওয়া হয়েছে মার্ক উডকে।