রোহিত শর্মা। ছবি: পিটিআই
১৭ বল বাকি থাকতে দলকে জিতিয়ে দেন দুই ওপেনার।
রোহিতের পরে এ বার অর্ধশতরান করলেন শুভমন গিলও। ৪৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি।
নেপালের বিরুদ্ধে রান পেলেন রোহিত শর্মা। ৩৯ বলে অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক।
৫ ওভারে ভারতের রান ৩১। শুভমন ২০ ও রোহিত ১০ রান করে খেলছেন।
বৃষ্টির কারণে কমল ওভার। ভারতকে জিততে ২৩ ওভারে ১৪৫ রান করতে হবে।
ভারতের ইনিংসের ২.১ ওভারের পরেই শুরু বৃষ্টি। আবার বন্ধ খেলা।
ক্রিজে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম ওভারেই সমস্যায় পড়েন রোহিত। ব্যাটে-বলে হচ্ছে না ভারত অধিনায়কের। যদিও ছন্দে রয়েছেন শুভমন।
১০ বল বাকি থাকতে অল আউট হয়ে গেল নেপাল। ভারতের হয়ে তিনটি করে উইকেট নিলেন জাডেজা ও সিরাজ। একটি করে উইকেট শামি, হার্দিক ও শার্দূলের।
দু’বার তাঁর বলে ক্যাচ ফেলেছিলেন ফিল্ডারেরা। তৃতীয় বার সফল হলেন তিনি। ৪৮ রানে ব্যাট করা সোমপাল কামিকে ফেরালেন শামি। ভাল ক্যাচ ধরলেন ঈশান।
সপ্তম উইকেটে ৫০ রানের জুটি বাঁধে নেপাল। সেই জুটি ভাঙলেন হার্দিক। দীপেন্দ্র ঐরিকে ২৯ রানের মাথায় আউট করলেন তিনি।
বৃষ্টি আপাতত থেমেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়ারেরা।
আবার বৃষ্টি শুরু হয়েছে। আপাতত খেলা বন্ধ। মাঠ কভারে ঢাকা রয়েছে।
দ্বিতীয় উইকেট নিলেন সিরাজ। তাঁর বলে ২৩ রান করে আউট গুলশন ঝা। নেপালের ষষ্ঠ উইকেট পড়ল।
কিছু ক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়। ফলে আবার খেলা শুরু হয়েছে।
ক্যান্ডিতে বৃষ্টি শুরু হয়েছে। ফলে খেলা আপাতত বন্ধ। মাঠ কভারে ঢাকা রয়েছে।
৫৮ রান করে সিরাজের বলে আউট হলেন আসিফ শেখ। লাফিয়ে এক হাতে ক্যাচ ধরলেন বিরাট কোহলি। এ বার আর কোনও ভুল করেননি তিনি।
অর্ধশতরান করলেন নেপালের ওপেনার আসিফ শেখ। ৮৮ বলে ৫০ রান করলেন তিনি।
নিজের তৃতীয় উইকেট নিলেন জাডেজা। তাঁর বলে ২ রান করে আউট কুশল মাল্লা। নেপালের চতুর্থ উইকেট পড়ল।