Asia Cup 2023

কোন পথে এশিয়া কাপে নেপালকে ১০ উইকেটে হারাল ভারত

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। ফলে দু’দলই ১ পয়েন্ট করে পেয়েছে। নেপালের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩২
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৫ key status

১০ উইকেটে জয় ভারতের

১৭ বল বাকি থাকতে দলকে জিতিয়ে দেন দুই ওপেনার। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৮ key status

অর্ধশতরান শুভমন গিলের

রোহিতের পরে এ বার অর্ধশতরান করলেন শুভমন গিলও। ৪৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। 

Advertisement
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৪ key status

অর্ধশতরান রোহিতের

নেপালের বিরুদ্ধে রান পেলেন রোহিত শর্মা। ৩৯ বলে অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৮ key status

পাওয়ার প্লে শেষে ভারতের রান ৩১

৫ ওভারে ভারতের রান ৩১। শুভমন ২০ ও রোহিত ১০ রান করে খেলছেন। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৫ key status

খেলা শুরু

বৃষ্টির কারণে কমল ওভার। ভারতকে জিততে ২৩ ওভারে ১৪৫ রান করতে হবে। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৯ key status

আবার বৃষ্টি শুরু

ভারতের ইনিংসের ২.১ ওভারের পরেই শুরু বৃষ্টি। আবার বন্ধ খেলা। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৬ key status

রান তাড়া করতে নামল ভারত

ক্রিজে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম ওভারেই সমস্যায় পড়েন রোহিত। ব্যাটে-বলে হচ্ছে না ভারত অধিনায়কের। যদিও ছন্দে রয়েছেন শুভমন।  

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৮ key status

২৩০ রানে অল আউট নেপাল

১০ বল বাকি থাকতে অল আউট হয়ে গেল নেপাল। ভারতের হয়ে তিনটি করে উইকেট নিলেন জাডেজা ও সিরাজ। একটি করে উইকেট শামি, হার্দিক ও শার্দূলের। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩০ key status

অবশেষে উইকেট পেলেন শামি

দু’বার তাঁর বলে ক্যাচ ফেলেছিলেন ফিল্ডারেরা। তৃতীয় বার সফল হলেন তিনি। ৪৮ রানে ব্যাট করা সোমপাল কামিকে ফেরালেন শামি। ভাল ক্যাচ ধরলেন ঈশান। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০০ key status

উইকেট নিলেন হার্দিক

সপ্তম উইকেটে ৫০ রানের জুটি বাঁধে নেপাল। সেই জুটি ভাঙলেন হার্দিক। দীপেন্দ্র ঐরিকে ২৯ রানের মাথায় আউট করলেন তিনি। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৫ key status

খেলা শুরু

বৃষ্টির পরে আবার শুরু হয়েছে খেলা। ওভার কমেনি। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২০ key status

মাঠ পরিদর্শন সাড়ে ৬টায়

বৃষ্টি আপাতত থেমেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়ারেরা। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৮ key status

বৃষ্টিতে খেলা বন্ধ

আবার বৃষ্টি শুরু হয়েছে। আপাতত খেলা বন্ধ। মাঠ কভারে ঢাকা রয়েছে। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৬ key status

সিরাজের দ্বিতীয় উইকেট

দ্বিতীয় উইকেট নিলেন সিরাজ। তাঁর বলে ২৩ রান করে আউট গুলশন ঝা। নেপালের ষষ্ঠ উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৭ key status

আবার খেলা শুরু

কিছু ক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়। ফলে আবার খেলা শুরু হয়েছে। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৬ key status

বৃষ্টিতে বন্ধ খেলা

ক্যান্ডিতে বৃষ্টি শুরু হয়েছে। ফলে খেলা আপাতত বন্ধ। মাঠ কভারে ঢাকা রয়েছে। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০২ key status

আউট আসিফ

৫৮ রান করে সিরাজের বলে আউট হলেন আসিফ শেখ। লাফিয়ে এক হাতে ক্যাচ ধরলেন বিরাট কোহলি। এ বার আর কোনও ভুল করেননি তিনি।  

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫২ key status

অর্ধশতরান আসিফের

অর্ধশতরান করলেন নেপালের ওপেনার আসিফ শেখ। ৮৮ বলে ৫০ রান করলেন তিনি। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৩ key status

জাডেজার তৃতীয় উইকেট

নিজের তৃতীয় উইকেট নিলেন জাডেজা। তাঁর বলে ২ রান করে আউট কুশল মাল্লা। নেপালের চতুর্থ উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৬ key status

জাডেজার জোড়া উইকেট

আবার উইকেট নিলেন জাডেজা। এ বার নেপালের অধিনায়ক রোহিত পৌড়েলকে ফেরালেন তিনি। ৫ রানের মাথায় নেপালের রোহিতের ক্যাচ ধরলেন ভারত অধিনায়ক রোহিত। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement