IPL Auction 2024

আইপিএল নিলামে সব থেকে বেশি দাম রেখেছেন ২৩ জন, কত টাকা? তালিকায় রয়েছেন কারা?

আইপিএলের নিলামের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে ২০২৪ সালের আইপিএলের নিলাম। সেখানে সর্বাধিক দাম রেখেছেন কারা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ২২:৫০
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র

আইপিএলের নিলামে জায়গা পেয়েছেন মোট ৩৩৩ জন ক্রিকেটার। সেই তালিকায় দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারেরাও রয়েছেন। ক্রিকেটারদের সর্বাধিক বেসপ্রাইস (ন্যূনতম মূল্য) ২ কোটি টাকা। অর্থাৎ, ২ কোটি টাকা থেকে সেই সব ক্রিকেটারদের নিলাম শুরু হবে। মোট ২৩ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়।

Advertisement

২ কোটি টাকা ন্যূনতম মূল্য রাখা ক্রিকেটারদের মধ্যে ২০ জন বিদেশি। তাঁরা হলেন— হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, রাইলি রুসো, স্টিভ স্মিথ, জেরাল্ড কোয়েৎজ়ি, প্যাট কামিন্স, ক্রিস ওকস, জশ ইংলিস, লকি ফার্গুসন, জশ হেজ়লউড, মিচেল স্টার্ক, মুজিবুর রহমান, আদিল রশিদ, ভ্যান ডার ডুসেন, জেমস ভিন্স, শিন অ্যাবট, জেমি ওভারটন, ডেভিড উইলি, বেন ডাকেট ও মুস্তাফিজুর রহমান। তাঁদের মধ্যে ব্রুক, স্মিথ, কামিন্স, ওকস, ফার্গুসন, হেজ়লউড, স্টার্ক, মুজিবুর, উইলি ও মুস্তাফিজুরের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।

মাত্র তিন জন ভারতীয় ক্রিকেটারের ন্যূনতন মূল্য ২ কোটি টাকা। তাঁরা হলেন— হর্ষল পটেল, শার্দূল ঠাকুর ও উমেশ যাদব। গত বার হর্ষল ছিলেন আরসিবিতে। শার্দূল ও উমেশ ছিলেন কলকাতা নাইট রাইডার্সে।

Advertisement

আইপিএলের নিলামে জায়গা পাওয়া ৩৩৩ জনের মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে যেমন ভারতের হয়ে খেলা ক্রিকেটার রয়েছেন তেমনই রয়েছেন ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটার। ১১৯ জন বিদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন এ বারের নিলামে। সেখানে আইসিসির পূর্ণ সদস্য ছাড়াও সহযোগী সদস্য দেশও রয়েছে। মোট ৩৩৩ জনের মধ্যে বিভিন্ন দেশের জাতীয় দলের হয়ে খেলা মোট ১১৬ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে নিলামে। বাকি ২১৭ জনের মধ্যে ২১৫ জন ঘরোয়া ক্রিকেট খেলেন। সহযোগী সদস্য দেশের ২জন ঘরোয়া ক্রিকেটারকে নেওয়া হয়েছে নিলামে। ভারতীয় দলের হয়ে খেলা ১৪ জন ক্রিকেটার নিলামে উঠবেন। বাংলার হয়ে ক্রিকেট খেলা ৯জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের নিলাম। ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু হবে নিলাম। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement