আইপিএল ট্রফি। —ফাইল চিত্র
চূড়ান্ত হয়ে গেল আইপিএল নিলামের তালিকা। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে ২০২৪ সালের আইপিএলের নিলাম। সেখানে মোট ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। নিলামের প্রাথমিক তালিকায় ছিলেন ১১৭৬ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে থেকে ৩৩৩ জনকে বেছে নেওয়া হয়েছে।
৩৩৩ জনের মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে যেমন ভারতের হয়ে খেলা ক্রিকেটার রয়েছেন তেমনই রয়েছেন ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটার। ১১৯ জন বিদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন এ বারের নিলামে। সেখানে আইসিসির পূর্ণ সদস্য ছাড়াও সহযোগী সদস্য দেশের ক্রিকেটারও রয়েছেন।
মোট ৩৩৩ জনের মধ্যে বিভিন্ন দেশের জাতীয় দলের হয়ে খেলা মোট ১১৬ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে নিলামে। বাকি ২১৭ জনের মধ্যে ২১৫ জন ঘরোয়া ক্রিকেট খেলেন পূর্ণ সদস্য দেশের হয়ে। আইসিসির সহযোগী সদস্য দেশের ২জন ঘরোয়া ক্রিকেটারকে নেওয়া হয়েছে নিলামে।
ভারতীয় দলের হয়ে খেলা ১৪ জন ক্রিকেটার নিলামে উঠবেন। বাংলার হয়ে ক্রিকেট খেলা ৯জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। নিলামে সর্বাধিক ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। মোট ২৩ জন ক্রিকেটারের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। ১৩ জন ক্রিকেটারের ন্যূনতম মূল্য দেড় কোটি টাকা। সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০ লক্ষ টাকা।
আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের নিলাম। ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু হবে নিলাম। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে।