Kolkata Knight Riders

পাকাপাকি ভাবে দ্বাদশ ব্যক্তি বেছে নিল কেকেআর! কাকে দায়িত্ব দিল শাহরুখের দল?

কেকেআর তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত শাহরুখ। দু’দিন আগে ক্রিকেটারদের বিশেষ বার্তা দিয়েছেন বলিউড বাদশা। তার পরই এক জনকে স্থায়ী দ্বাদশ ব্যক্তি বেছে নিল কেকেআর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৯:১৪
Share:

শাহরুখ খান। — ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্স তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত শাহরুখ খান। ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম কর্ণধার শ্রেয়স আয়ারদের বিশেষ বার্তা দিয়েছিলেন। তার পরই এক জনকে দলের স্থায়ী দ্বাদশ ব্যক্তি হিসাবে বেছে নিলেন কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement

তৃতীয় বার দল চ্যাম্পিয়ন হওয়ার পর সব ক্রিকেটারকে রেখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শাহরুখ। তার পরই দলের জন্য স্থায়ী দ্বাদশ ব্যক্তি বেছে নিলেন ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষ। শাহরুখের আবেগঘন বার্তার উত্তরে সমাজমাধ্যমে কেকেআর কর্তৃপক্ষ যা লিখেছেন তার অর্থ, ‘‘চিরদিন আপনি আমাদের দ্বাদশ ব্যক্তি। আমরা হাজার বার এমন ফল করতে চাই।’’

আইপিএলের দল নিয়ে শাহরুখ বেশ আবেগপ্রবণ। দলের অধিকাংশ ‘হোম’ ম্যাচে মাঠে থাকার চেষ্টা করেন। দল ভাল খেললে তাঁকে উচ্ছ্বসিত দেখায়। আবার খারাপ খেললে হতাশ হয়ে পড়েন। তবে সব পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেন। সাজঘরে গিয়ে উৎসাহ দেন। দলের সকলের খবর রাখেন নিয়মিত। ক্রিকেটারেরাও তাঁকে মালিকের থেকে বেশি নিজেদের এক জন হিসাবেই দেখেন।

Advertisement

কেকেআর কর্তৃপক্ষও বোঝাতে চেয়েছেন, শাহরুখ আসলে দলেরই এক জন। ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষও তাঁকে কর্ণধার হিসাবে দেখছেন না। উল্লেখ্য, আইপিএল ফাইনালের পর দলের ক্রিকেটারদের পাশাপাশি বলিউড বাদশার হাতেও স্মারক তুলে দিয়েছিলেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement