IPL 2024

‘আইপিএল সার্কাসের মতো’, নাইট দলে যোগ দেওয়ার আগেই ঘোষণা ২৪ কোটির পেসারের

অস্ট্রেলিয়ার পেসারকে ঘিরে আইপিএল জয়ের স্বপ্ন দেখছেন নাইটেরা। স্টার্ক নাইট দলে যোগ দেওয়ার আগেই আইপিএলকে ‘সার্কাস’ বলে দিলেন। ২০১৫ সালের পর আবার আইপিএলে খেলতে দেখা যাবে স্টার্ককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ১১:২৯
Share:

মিচেল স্টার্ক। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার পেসারকে ঘিরে আইপিএল জয়ের স্বপ্ন দেখছেন নাইটেরা। স্টার্ক নাইট দলে যোগ দেওয়ার আগেই আইপিএলকে ‘সার্কাস’ বলে দিলেন। ২০১৫ সালের পর আবার আইপিএলে খেলতে দেখা যাবে স্টার্ককে।

Advertisement

স্টার্ক আইপিএল খেলার জন্য মুখিয়ে রয়েছেন। আইপিএলকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ মনে করেন তিনি। তবে সেই লিগকে তুলনা করলেন সার্কাসের সঙ্গে। তিনি ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে বলেন, “আইপিএলে এমন কয়েক জন ক্রিকেটারের সঙ্গে খেলব যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। আমি খুবই উত্তেজিত। আমার কাছে এটা নতুন একটা চ্যালেঞ্জের মতো। খুব মজা হবে। দেশের সেরা টি-টোয়েন্টি লিগ কিছুটা সার্কাসের মতো। আমি সেখানে খেলার জন্য মুখিয়ে রয়েছি।”

ন’বছর পর আইপিএলে ফিরছেন স্টার্ক। এর আগে ২০১৮ সালে নাইট রাইডার্স তাঁকে কিনেছিল। কিন্তু সে বার একটি ম্যাচও খেলেননি অস্ট্রেলিয়ার পেসার। এ বারের নিলামে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি টাকা পেয়েছেন স্টার্ক। খেলবেন বলেও জানা গিয়েছে। স্টার্ক বলেন, “আট বছর আগে খেলেছিলাম। ২০১৮ সালে কেকেআরের হয়ে খেলার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। আবার সেখানেই ফিরছি। চেষ্টা করব দলকে সাফল্য এনে দিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার স্মৃতিতে ধুলো জমেছে। অনেক দিন হয়ে গিয়েছে। দলে অনেক নতুন ক্রিকেটার। অনেকের সঙ্গেই আলাপ নেই।”

Advertisement

আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। ইতিমধ্যেই ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে কেকেআর। সেখানে ফিল সল্ট ছাড়া এখনও বাকি বিদেশি ক্রিকেটারেরা যোগ দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement