Rinku Singh

কেকেআরের থেকে ১৩ কোটি টাকা পেয়েই বাড়ি বদল রিঙ্কুর, আলিগড়ে কিনলেন বিলাসবহুল বাংলো

গত তিন বছর কেকেআর থেকে পেতেন বছরে ৫৫ লাখ টাকা করে। এক লাফে তাঁর আইপিএলের বেতন বৃদ্ধি পেয়ে হয়েছে বছরে ১৩ কোটি টাকা। এ বার বিলাসবহুল বাংলোর মালিক হলেন রিঙ্কু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ২৩:৩৪
Share:

রিঙ্ক সিংহ। —ফাইল চিত্র।

আলিগড়ে বিলাসবহুল বাংলো কিনলেন রিঙ্ক সিংহ। কলকাতা নাইট রাইডার্স ১৩ কোটি টাকা দিয়ে তিন বছরের জন্য ধরে রাখার পরই নতুন বাংলো কিনেছেন উত্তরপ্রদেশের ব্যাটার।

Advertisement

২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কেকেআরকে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে নজর কেড়েছিলেন রিঙ্কু। তার পর থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে তারকার মর্যাদা পেয়ে আসছেন তিনি। আইপিএলের সাফল্যে ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন। কেকেআর কর্ণধান শাহরুখ খানেরও অন্যতম প্রিয় ক্রিকেটার তিনি। সেই রিঙ্কুকেই এ বার সবচেয়ে বেশি ১৩ কোটি টাকা খরচ করে ধরে রেখেছেন কেকেআর কর্তৃপক্ষ। তার পরই আলিগড়ে নতুন বাংলো কিনেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অন্যতম সেরা ফিনিশার। পরিবারের সকলের উপস্থিতিতে নতুন বাড়ির চাবি হাতে পেয়েছেন রিঙ্কু। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

এখনও পর্যন্ত দেশের হয়ে ২টি এক দিনের ম্যাচ এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিঙ্কু। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের তিনি সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠেছিল। ভারতীয় দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসাবে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ় গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement